আইসিসির প্যানেলে আরও ২ বাংলাদেশি আম্পায়ার

(বাঁ থেকে) গাজী সোহেল ও তানভীর আহমেদ২০১৮-১৯ মৌসুমের জন্য আইসিসির আম্পায়ার প্যানেলে আরও দুজন বাংলাদেশি অন্তর্ভুক্ত হয়েছেন। তারা হলেন- গাজী সোহেল ও তানভীর আহমেদ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সোহেল-তানভীরের অন্তর্ভুক্তিতে আইসিসির প্যানেলে এখন বাংলাদেশি আম্পায়ারের সংখ্যা চার জন। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং মাসুদুর রহমান মুকুল আগেই ছিলেন এই প্যানেলে।

সোহেল-তানভীর যোগ দেওয়ায় একটা সম্মানজনক অর্জনও হলো বাংলাদেশের। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে শুধু নিউজিল্যান্ড ও আফগানিস্তানের তিন জন আম্পায়ার আছেন প্যানেলে। বাংলাদেশ সহ বাকি টেস্ট খেলুড়ে দেশগুলোর চার জন আম্পায়ার প্যানেলে থাকার সুযোগ পাচ্ছেন এখন।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য আরও এক মাস অপেক্ষায় থাকতে হবে গাজী সোহেলকে। আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং প্রথম ও তৃতীয় টি-টোয়েন্টিতে থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।