নিউজিল্যান্ডে সাফল্যের আশা মুশফিকের

মুশফিকের বিশ্বাস, নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে সাফল্য পাবে বাংলাদেশনিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের অভিজ্ঞতা খুব খারাপ। আগের সফরগুলোতে হার মেনেছিল প্রতিটি ম্যাচে। তবে এবার ওয়ানডেতে সাফল্য পেতে আশাবাদী মুশফিকুর রহিম।

২০০১ সালে প্রথম নিউজিল্যান্ড সফরে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেবার ওয়ানডে ছিল না। ছয় বছর পর দ্বিতীয় সফরেও সাফল্য ধরা দেয়নি, দুই টেস্টে বিধ্বস্ত হওয়ার পর হোয়াইটওয়াশ হয়েছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ২০১০ আর ২০১৬ সালে পরের দুই সফরেও ভাগ্যের পরিবর্তন হয়নি।

অতীতের ব্যর্থতা ভুলে এবার সাফল্যের প্রত্যাশা মুশফিকের। সোমবার ঢাকা ডায়নামাইটস-চিটাগং ভাইকিংস ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ডে অবশ্যই আমাদের পক্ষে ভালো করা সম্ভব। সর্বশেষ সফরে একটু ভালো খেলতে পারলে আমরা হয়তো ওয়ানডেতে জয়ের দেখা পেতাম। তবে আমার বিশ্বাস, এবার ভালো করতে পারবো।’

বিশ্বকাপের প্রস্তুতিতে নিউজিল্যান্ড সফর কাজে আসবে বলেই মুশফিকের ধারণা, ‘বিশ্বকাপের আগে আমাদের খুব ভালো প্রস্তুতি হবে। নিউজিল্যান্ডে কয়েকটি হাই স্কোরিং ম্যাচ হতে পারে। আর সেটা হলে আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে সিরিজটা।’

নিউজিল্যান্ডের কন্ডিশনের কথাও অবশ্য সবাইকে মনে করিয়ে দিয়েছেন দেশসেরা উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন খুবই কঠিন। আশা করি, এবার নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারবো আমরা।’