‘হিগুয়েইন বিশ্বের সেরা স্ট্রাইকার’

চেলসির জার্সিতে গনসালো হিগুয়েইনএসি মিলান ছেড়ে ধারে চেলসিতে যোগ দিয়েছেন গনসালো হিগুয়েইন। এই আর্জেন্টাইনের মিলান ছেড়ে ইংল্যান্ডে পাড়ি দেওয়ায় ইতালিয়ান ক্লাবটির অধিনায়ক আলেসিও রোমাগনোলির মনে কষ্ট থাকলেও সাবেক সতীর্থকে তিনি প্রশংসায় ভাসিয়েছেন ‘বিশ্বের সেরা স্ট্রাইকার’ উল্লেখ করে।

ক্রিস্তিয়ানো রোনালদোকে কিনে হিগুয়েইনকে ধারে মিলানে পাঠিয়ে দিয়েছিল জুভেন্টাস। তবে এসি মিলানের জার্সিতে মোটেও সুবিধা করতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। মৌসুমের প্রথম অর্ধে মাত্র ৫ গোল করতে পেরেছেন ১৫ ম্যাচে। তাই হিগুয়েইনকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এই পরিস্থিতিতে শীতকালীন দলবদলে ইতালি ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এসেছেন তিনি চেলসিতে যোগ দিয়ে।

ধারে ‍স্ট্যামফোর্ডে যোগ দিলেও স্থায়ী চুক্তিতে লন্ডনে থেকে যাওয়ার সুযোগ আছে হিগুয়েইনের। এসি মিলানের খারাপ সময় চেলসির জার্সিতে প্রথম দুই ম্যাচে ভর করেছিল তার ওপর। তবে হাডার্সফিল্ডের বিপক্ষে চেলসির ৫-০ গোলের জয়ে দুইবার লক্ষ্যভেদ করে নিজের জাত চিনিয়েছেন এই স্ট্রাইকার।

তার মতো একজন খেলোয়াড়ের দল ছেড়ে যাওয়াতে কষ্ট পেয়েছেন এসি মিলান অধিনায়ক রোমাগনোলি। তবে একই সঙ্গে হিগুয়েইনের প্রশংসাও ঝরেছে তার কণ্ঠে, ‘আমি এখনও মনে করি হিগুয়েইন বিশ্বের সেরা স্ট্রাইকার। ওর চলে যাওয়ার সিদ্ধান্ত আমাকে কষ্ট দিয়েছে, তবে আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। ও খুব বন্ধুত্বপূর্ণ মানুষ। (চেলসিতে) ও যদি ভালো থাকে, তাহলে আমার কোনও কথা নেই।’ গোল ডটকম