মিরাজের আঙুলে চোট

বুড়ো আঙুলে বরফ চেপে মাঠের বাইরে চলে যাচ্ছেন মিরাজনিউজিল্যান্ড থেকে ফেরার পর সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে নেমে পড়েন মাঠে। টানা তিনটি ম্যাচ ভালোই খেলেছিলেন। কিন্তু চতুর্থ ম্যাচে বিপত্তি! রবিবার লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে শাহরিয়ার নাফীসের শট ঠেকাতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পান মিরাজ। আহত স্থানে বরফ চেপে ধরলেও ব্যথা কমছিল না। তাই বাধ্য হয়ে চলে যেতে হয় মাঠের বাইরে।

প্রাথমিকভাবে অবশ্য তেমন গুরুতর মনে হয়নি ইনজুরিটা। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘চোটটা তেমন বড় বলে মনে হচ্ছে না।  আগামীকাল আঙুলের অবস্থা কেমন থাকে সেটা বুঝে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। প্রাথমিকভাবে এটাকে সাধারণ ব্যথা বলেই মনে হচ্ছে।’