বিশ্বকাপ সেমিতে ভারতের সঙ্গে পাকিস্তানকে দেখছেন গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলীএবারের বিশ্বকাপ হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। প্রথম পর্বে ১০ দলের প্রত্যেকে একে অপরের সঙ্গে মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতকে নেতৃত্ব দেওয়া সৌরভ গাঙ্গুলী মনে করেন, এবারের সেরা চারে তার দেশের সঙ্গে জায়গা করে নিবে পাকিস্তান।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘চার সেমিফাইনালিস্টের জায়গায় আমার বাছাই হলো ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। অবশ্যই ভারত শিরোপাপ্রার্থীদের অন্যতম।’

গাঙ্গুলীর বিশ্বাস, রাউন্ড রবিন পদ্ধতি এবারের টুর্নামেন্টকে করে তুলবে আকর্ষণীয়। তিনি বলেছেন, ‘এবারের বিশ্বকাপ নিয়ে সবার আগ্রহ থাকবে অনেক বেশি। ভারত অনেক শক্তিশালী দল যে কারণে যে কোনও টুর্নামেন্টে তারা ফেভারিট। এই বিশ্বকাপ সম্ভবত সেরা ফরম্যাটে হতে যাচ্ছে। সব দলের সঙ্গে লড়াই করে সেরা চার দল পৌঁছাবে সেমিফাইনালে। কেউই সহজ দল নয়।’ হিন্দুস্তান টাইমস