পাকিস্তানের বিপক্ষে পরের ওয়ানডেতে নিষিদ্ধ মরগান

এউইন মরগানশুক্রবার জিতলেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে ফেলবে ইংল্যান্ড। কিন্তু এই ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না স্বাগতিকরা। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে চতুর্থ ওয়ানডেতে নিষিদ্ধ হয়েছেন এউইন মরগান।

মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ের স্লো ওভার রেটের কারণে ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানাও দিতে হচ্ছে মরগানকে। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্লো ওভার রেটের অপরাধ করেছিল তার দল। আইসিসির নিয়ম অনুযায়ী, এক বছরের মধ্যে দ্বিতীয়বার একই কাণ্ডে নিষিদ্ধ হতে হলো মরগানকে।

তৃতীয় ওয়ানডে জয়ী দলের অন্য সদস্যকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুণতে হবে। ব্রিস্টলে ৫০ ওভার বল করতে প্রায় চার ঘণ্টা পার করেছে স্বাগতিকরা।

এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘সব মিলিয়ে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বল করেছে ইংল্যান্ড।’ তাতে প্রত্যেক ওভারের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে অন্যদের, আর মরগানের হয়েছে দ্বিগুণ।

আইসিসির কাছে তিরস্কৃত হয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে। তার দারুণ সেঞ্চুরিতেই ৩৫৯ রান তাড়া করতে সফল হয় ইংল্যান্ড। কিন্তু ২৯তম ওভারে আউট হওয়ার পর ক্ষুব্ধ হয়ে স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করে তিনি। শৃঙ্খলাবিরুদ্ধ আচরণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। বিবিসি, আইসিসি