বৃষ্টিতে ভেসে গেল ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

পরিত্যক্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচপরিত্যক্ত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। সাউদাম্পটনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংসের ৭.৩ ওভারের সময় শুরু হওয়া বৃষ্টিতে আবহাওয়ার উন্নতি না হওয়ায় ম্যাচ অফিসিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করেছেন খেলা।

বৃষ্টিকে আশীর্বাদ ভাবতে পারে প্রোটিয়ারা! ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণেই তো এবারের বিশ্বকাপে প্রথম পয়েন্টের দেখা পেল দক্ষিণ আফ্রিকা। ক্যারিবিয়ানদের সঙ্গে ১ পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে তারা। যাতে ৩ খেলায় ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। আর ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানি থেকে এখন ৯ নম্বরে ফাফ দু প্লেসিরা।

সাউদাম্পটনে টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ৭.৩ ওভারেই হারিয়ে বসেছিল ২ উইকেট। শেলডন কট্রেলের তোপে হাশিম আমলা (৬) ও এইডেন মারক্রামকে (৫) হারিয়ে স্কোরে জমা করেছিল তারা ২৯ রান। কট্রেল ৪ ওভারে ১৮ রান দিয়ে পেয়েছে দুটো উইকেটই।

ক্যারিবিয়ান পেসারের ঝড় স্থায়ী হতে দেয়নি বেসরিক বৃষ্টি। ম্যাচের অষ্টম ওভারে বাগড়া দেওয়ার পর থেমে থেমে হয়েছে বৃষ্টি। কয়েক দফা ম্যাচ পরিদর্শনের পর বাংলাদেশ সময় সোয়া ৯টায় (স্থানীয় সময় সোয়া ৪টা) পরিত্যক্ত ঘোষণা করা হয় খেলা।

এ নিয়ে এবারের বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল। এর আগে ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টি বাগড়া দেওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজের পরের ম্যাচ এবারের আয়োজক ইংল্যান্ডের বিপক্ষে। শুক্রবার তারা মুখোমুখি হবে সাউদাম্পটনের এই মাঠেই। একদিন পর শনিবার কার্ডিফে দক্ষিণ আফ্রিকা প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে।