উইন্ডিজের বিপক্ষেই খেলবেন বাটলার!

বাটলারের সঙ্গে কোচ বেলিসবিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার চতুর্থ ম্যাচ খেলবে ইংল্যান্ড। সাউদাম্পটনের এই ম্যাচে জস বাটলারের ফিটনেস নিয়ে আশাবাদী কোচ ট্রেভর বেলিস।

বাংলাদেশের বিপক্ষে কার্ডিফে ব্যাট করার সময় কোমড়ে টান পড়ে বাটলারের। ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে উইকেটের পেছনে আর দাঁড়াননি তিনি, দায়িত্ব নেন জনি বেয়ারস্টো।

চারদিনের বিশ্রাম শেষে বুধবার হ্যাম্পশায়ারের রোজ বোলে নেট সেশন করতে নেমেছেন বাটলার। ট্রেনিং শুরুর আগে কোচ বলেছেন, ‘হ্যাঁ, সে ভালো আছে। আজকের অনুশীলন সেশনে পুরো সময় সে থাকবে। ওইদিন পূর্বসতর্কতা হিসেবে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সে উইকেটকিপিং করতে চেয়েছিল, কিন্তু উঁচু ক্যাচ নিতে পারবে কিনা সেটা নিয়ে দ্বিধান্বিত ছিল।’

শুধু একজন ব্যাটসম্যান হিসেবে বাটলারকে খেলানো যেতে পারে কিনা প্রশ্নে বিকল্প পথ খোলা রাখা হচ্ছে জানালেন ইংল্যান্ড কোচ। টেস্ট উইকেটরক্ষক বেয়ারস্টোকে স্ট্যান্ডবাই রাখা হতে পারে সেক্ষেত্রে। অবশ্য এখনও এটা নিয়ে ভাবছেন অস্ট্রেলিয়ান কোচ, ‘আমি আসলে এটা নিয়ে চিন্তা করিনি। দুই একদিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিবো। আমরা দেখবো সে অনুশীলনে কেমন পারফর্ম করে। সে খেলায় পুরোপুরি অংশ নিতে পারবে আমি প্রত্যাশা করছি।’

বিশ্বকাপে স্বাগতিকদের হয়ে দারুণ পারফর্ম করছেন বাটলার। বিশেষ করে ব্যাট হাতে। প্রথম ম্যাচে ১৮ করলেও পাকিস্তানের বিপক্ষে ১০৩ রান করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়তেও হাফসেঞ্চুরি হাঁকান ইংলিশ ব্যাটসম্যান।