আইকন নিয়ে এখনই সিদ্ধান্ত নয়

bpl-logoবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর শুরু হবে আগামী ডিসেম্বরে। তবে এখনই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে এবং বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুশফিকুর রহিমকে আইকন খেলোয়াড় হিসেবে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিলের নির্দেশনা ছাড়া একজন আইকনের চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেটাঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন, শিগগিরই গভর্নিং কাউন্সিলের জরুরি সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

টানা তিন মৌসুম ঢাকা ডায়নামাইটসে খেলার পর সাকিব এবার রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। গত বুধবার চুক্তির আনুষ্ঠানিকতা শেষে তিনি বলেছেন, ‘আমি আগেও অধিনায়কের দায়িত্ব পালন করেছি। দলের সবার সঙ্গে আমার পরিচয় আছে। তাই খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না।’

সাকিবের এমন সিদ্ধান্তে ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ বিস্মিত। এখনও সপ্তম আসরের আইকন ক্রিকেটারদের নাম ঘোষণা করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। এমনকি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে রিটেইন করা ক্রিকেটারদের নামের তালিকাও তারা চায়নি।

এ বিষয়ে উষ্মা প্রকাশ করে ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ নিজাম বলেছেন, ‘(সাকিবের বিষয়ে) কী হবে, সেটা বিসিবি বলতে পারবে। তারা তো রিটেইন করার ফরম দেয়নি। সেটা দিলে না হয় আমরা তালিকা দিতে পারতাম। যাকে যাকে প্রয়োজন, তাকে ধরে রাখতে পারতাম। এখন তো সবাই চলে যাবে।’

এ প্রসঙ্গে মাহবুব আনাম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সাকিব ঢাকা ছেড়ে রংপুরে চলে যাওয়ায় দুটি সমস্যা হয়েছে। এখন রংপুর রাইডার্সে দুজন আইকন, কিন্তু ঢাকা ডায়নামাইটসে কোনও আইকন নেই। এ বিষয়ে বোর্ড পরিচালক ও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা শেষে ৪৮ ঘণ্টার মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। পাশাপাশি চিটাগং ভাইকিংসের নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েও সিদ্ধান্ত হবে।’