অ্যান্টিগা টেস্ট জিতলেই ধোনির পাশে কোহলি

ধোনিকে স্পর্শ করার হাতছানি কোহলির সামনেআর একটি টেস্ট জিতলেই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির পাশে বসবেন বিরাট কোহলি। বৃহস্পতিবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই এই কীর্তি গড়ার সুযোগ পাচ্ছেন তিনি।

ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে ধোনিকে স্পর্শ করতে আর একটি মাত্র জয় দরকার কোহলির। ৩০ বছর বয়সী এই অধিনায়ক ৪৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২৬ টেস্ট, আর ৬০ ম্যাচে ধোনির জয় ২৭টি।

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝেই ধোনি লঙ্গার ভার্সন থেকে সরে দাঁড়ালে অধিনায়কত্ব পান কোহলি। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারানোর কীর্তি গড়েন তিনি। যদিও দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে ২-১ ও ৪-১ এ হারের তিক্ত অভিজ্ঞতা আছে তার।

কোহলির নেতৃত্বে গত বছর প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিল ভারত। ঐতিহাসিক ওই জয়টি এসেছিল ৩-১ ব্যবধানে। অধিনায়কত্ব পেয়েও চাপ সামলে দুর্দান্ত পারফর্ম করে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে শীর্ষ ব্যাটসম্যানের আসনে তিনি, এই সময়ে ৬২.৭০ গড়ে ৪৫১৫ রান করেছেন। নেতৃত্বে থেকে সেঞ্চুরি হয়েছে ১৯টি।