আমিরাত সরে দাঁড়ানোয় ইমার্জিং কাপে নেপাল

900ইমার্জিং টিমস এশিয়া কাপ শুরু হতে আর দুই দিন বাকি। অথচ টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাদের বদলি হিসেবে অংশ নিচ্ছে নেপাল।

আরব আমিরাত কেন আসছে না, সেটা স্পষ্ট জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সঙ্গে আগামী ১৮ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে তাদের খেলার কথা ছিল। মঙ্গলবার জানা গেলো- আমিরাত নয়, ওই ম্যাচে প্রতিপক্ষ নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ভারত ও হংকং।

১৪ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। দুই দিন পর ১৬ নভেম্বর ভারতকে মোকাবিলা করবে তারা। ৫০ ওভারের এই টুর্নামেন্টে ১৫ জনের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। ‘এ’ গ্রুপের দলগুলো খেলবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এবং ‘বি’ গ্রুপের লড়াই হবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে।

২০ ও ২১ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।