রুয়েলের বিধ্বংসী বোলিংয়ে প্রথম স্তরে সিলেট

ম্যান অব দ্য ম্যাচ ট্রফি হাতে রুয়েলপ্রথম ইনিংসে যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় ইনিংসে সেখান থেকে শুরু করলেন রুয়েল মিয়া। তার আগুন ঝরা বোলিংয়ে মাত্র দুই দিনেই জিতেছে সিলেট। চট্টগ্রামকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ শেষ করেছে তারা।

প্রথম ইনিংসে ২৬ রানে ৮ উইকেট নিয়ে জাতীয় লিগে রেকর্ড বোলিং করেন রুয়েল। রবিবার চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস ১৬৫ রানে গুটিয়ে দিতে ৫ উইকেট নেন তিনি। ১৮ বছর বয়সী এই বাঁহাতি পেসার ম্যাচে ১৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

রুয়েলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪২ রানের লক্ষ্য পায় সিলেট। ১ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয় তারা শেষ বিকেলে। ৫.৫ ওভারে ৪৫ রান করে সিলেট।

প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৮৬ রানে নতুন দিন শুরু করে সিলেট, অলআউট হয় ২৩০ রানে। এই ইনিংসে চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন ইরফান হোসেন।

দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের পক্ষে ফিফটি করেন সাদিকুর রহমান (৬২) ও ইরফান শুক্কুর (৬৬)।

দ্বিতীয় স্তরের শিরোপা জিতে সিলেট দলের উল্লাস৬ ম্যাচে ৩ জয়, দুটি হার ও একটি ড্রয়ে ৩৬.০৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন হলো সিলেট। তাতে আগামী মৌসুমে তারা প্রথম স্তরে খেলবে।

বরিশালে ঢাকা মেট্রোর বিপক্ষে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ৬ উইকেটে ৩৮৬ রানে দিন শুরু করেছিল স্বাগতিকরা। প্রথম ইনিংসে তারা অলআউট হয় ৪১৪ রানে। এদিন সালমান হোসেন ৭২ ও মইন খান ৭৫ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন।

ঢাকা মেট্রোর পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাসকিন আহমেদ।

জবাবে ৬৮ রানে ঢাকা মেট্রো ২ উইকেট হারালেও শামসুর রহমান ও মার্শাল আইয়ুবের ব্যাটে ঘুরে দাঁড়ায়। শামসুর ৯০ ও আইয়ুব ৮৫ রানে অপরাজিত ছিলেন। ২ উইকেটে ২২৫ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ঢাকা মেট্রো।