‘ম্যাচ ফি বাড়ানো টেস্ট ক্রিকেটের জন্য ভালো’

তিন ফরম্যাটের জন্য আলাদা চুক্তির প্রশংসা করছেন মাশরাফিকেন্দ্রীয় চুক্তিতে নেই মাশরাফি, নিজেই চুক্তি থেকে বাদ দিতে বিসিবিকে অনুরোধ করেছেন। কেন এই অনুরোধ সেটাও সোমবারের সংবাদ সম্মেলনে পরিষ্কার করেছেন নিজেই। জুনিয়র খেলোয়াড়দের সুযোগ করে দিতেই নিজেকে সরিয়ে নেওয়া। মাশরাফিকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার বিষয়টি বিসিবি নিশ্চিত করলেও কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার আছেন, সংখ্যাটি কত হবে, সে ব্যাপারে বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি।

নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি তিন সংস্করণের জন্য আলাদাভাবে করা হবে।  চুক্তির ব্যাপারে মাশরাফি ও মাহমুদউল্লাহ মিলে গেছেন এক বিন্দুতে। দুইজনই বিসিবির এই সিদ্ধান্তকে বলেছেন বাস্তবসম্মত ও সময়োপযোগী। দুইজনই বোর্ডকে ধন্যবাদও জানিয়েছেন।

মাশরাফি বলেছেন, ‘বিসিবিকে ধন্যবাদ। দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। তিন ফরম্যাটে আলাদা আলাদা চুক্তির কারণে ক্রিকেটারদের টেস্টের প্রতি নিবেদন বাড়বে। এমনটা শোনা যায় যে টেস্টের প্রতি ক্রিকেটারদের আগ্রহ কমে গেছে। হয়তো এই চুক্তির কারণে সেটা দূর হবে।’

মাশরাফির মতো মাহমুদউল্লাহও একই সুরে কথা বললেন সংবাদ সম্মেলনে, ‘আমি মনে করি খুব ইতিবাচক দিক। বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে এটা আমাদের টেস্ট ক্রিকেটের জন্যই ভালো হবে। বোর্ডকে ধন্যবাদ। আমার মনে হয় টেস্ট ক্রিকেটের প্রতি সবার আগ্রহ বাড়বে। আমি এটা বলছি না যে আমাদের টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল  না। দিনশেষে এটা আমাদের রুটি-রুজি। এর ফলে ছেলেরা আরও উৎসাহী হয়ে উঠবে।

গত নভেম্বরে ক্রিকেটাঙ্গনকে স্তব্ধ করে দিয়ে ১৩ দফা দাবিতে ধর্মঘটে যান ক্রিকেটাররা। সেই দাবির মধ্যে চুক্তি ও ম্যাচ ফি বাড়ানোর বিষয় ছিল। ভারত সফরকে সামনে রেখে ক্রিকেটারদের এই আন্দোলনে উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেয় বিসিবি। ধীরে ধীরে দাবিগুলো বাস্তবায়ন করার পথে বিসিবি রবিবারের বোর্ড সভায় জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেশি ম্যাচ ফি বাড়ানো হয়েছে টেস্ট ক্রিকেটে। আগে এই সংস্করণে ক্রিকেটারদের ম্যাচ ফি ছিল ৪ লাখ, সেটি বাড়িয়ে করা হয়েছে ৬ লাখ টাকা। অন্যদিকে ৫০ ওভারের ম্যাচে সাকিব ও তামিমদের ম্যাচ ফি ছিল ২ লাখ। এক লাখ টাকা বাড়িয়ে সেটি করা হয়েছে ৩ লাখ টাকা। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টির ফি বাড়ানো হয়েছে ৭৫ হাজার টাকা। আগে ম্যাচ ফি ছিলো ১ লাখ ২৫ হাজার টাকা। এখন থেকে ক্রিকেটাররা পাবেন ২ লাখ টাকা।