ওয়ানডেও খেলতে চাইছেন ডি ভিলিয়ার্স

ডি ভিলিয়ার্সক’দিন আগে জানিয়েছেন, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান। তবে এতদিন বোধহয় অপেক্ষা করতে পারছেন না এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডে দিয়ে দক্ষিণ আফ্রিকা দলে ফেরার ইচ্ছে তার।

বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের জার্সিতে খেলতে ডি ভিলিয়ার্স এখন অস্ট্রেলিয়ায়। আজ অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ বলেছেন, ‘আবার জাতীয় দলে ফিরতে চাই। তবে সবার আগে আমাকে রান করতে হবে আর ফিট থাকতে হবে। আশা করি, তারা (নির্বাচকরা) আমাকে দলে নেবেন। আমি সবসময় দক্ষিণ আফ্রিকা দলে খেলতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার চেয়ে সম্মানজনক আর কী হতে পারে!’

তবে প্রোটিয়া দলে ফিরলেও টেস্ট খেলার ইচ্ছে নেই, ‘ওয়ানডেকে হিসেবের বাইরে রাখছি না, কিন্তু টেস্ট ম্যাচ আর সম্ভব নয়। যদিও গত মাসে কয়েকটি টেস্ট দেখে মনে হচ্ছিল আবার সাদা পোশাকে নামতে পারলে ভালোই হয়। কিন্তু এখন আর টেস্ট খেলার ইচ্ছে নেই। বছরের ১১ মাস খেলতে চাই না, এটা বাড়াবাড়ি হয়ে যাবে।’

আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স কি এই সিরিজেই ফিরবেন? ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) নতুন ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ এবং কোচ মার্ক বাউচার দীর্ঘদিন তার সতীর্থ ছিলেন। আশায় বুক বাঁধতেই পারেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।