র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ইংলিশরা

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে উড-স্টোকসেরজোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ১৯১ রানে জিতে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচ শেষে র‌্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়েছেন ইংল্যান্ডের মার্ক উড ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

ওয়ান্ডারার্সের ম্যাচসেরা উড বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠেছেন। ১০০ রান খরচায় ৯ উইকেট নেন তিনি। নিজের ১৫তম টেস্টে অপরাজিত ৩৫ ও ১৮ রান করে ব্যাটসম্যান হিসেবেও উন্নতি হয়েছে, ১৫১ থেকে এখন ১৪২তম।

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যান ওলি পোপ (ছয় ধাপ এগিয়ে ৫৫তম) ও ডম সিবলিও (নয় ধাপ এগিয়ে ৬৭তম) ওপরে উঠেছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে বেন স্টোকস দুই ধাপ ওপরে উঠে ২৭তম।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডি কক সেরা দশের আরও কাছে। ৭৬ ও ৩৯ রান করে দুই ধাপ উন্নতি হয়েছে, উঠেছেন ১১তম স্থানে। তার সতীর্থ আনরিখ নর্কিয়া ২০ ধাপ এগিয়ে ৫৩তম বোলার।

দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার অলরাউন্ডার তালিকার পঞ্চম স্থানে থেকে ক্যারিয়ার শেষ করলেন। এক ধাপ নেমে গেছেন সাবেক শীর্ষ অলরাউন্ডার, আর এতেই ভারতের রবিচন্দ্রন অশ্বিন উঠেছেন চারে।

হারারেতে ড্র হওয়া টেস্টের পারফরম্যান্সে উন্নতি হয়েছে সিকান্দার রাজার। জিম্বাবুয়ের ম্যাচসেরা খেলোয়াড় বোলার র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে আছেন ৫১ নম্বরে। প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ৭ উইকেট নেন, দ্বিতীয় ইনিংসে পান আরেকটি উইকেট। এছাড়া ৭২ ও ৩৪ রানের ইনিংস খেলে ১৩ ধাপ এগিয়ে ৫৭তম ব্যাটসম্যান তিনি। ব্রেন্ডন টেলর ২২তম আর শন উইলিয়ামস ৬১তম স্থানে উঠেছেন। শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল মেন্ডিস ১১৬ রানের লড়াকু ইনিংস খেলে ২৩ ধাপ এগিয়ে আছেন ২৬ নম্বরে।