শেবাগ-শচীনরা ধীরগতির ফিল্ডার, বলেছিলেন ধোনি

ধোনিকে একহাত নিলেন শেবাগঅস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের পর থেকে ভারতের উইকেটকিপিংয়ের দায়িত্বে লোকেশ রাহুল। ব্যাট হাতেও দারুণ ছন্দে। তখন থেকে ঋষভ পন্তের দেখা মিলছে না দলে। তাকে বাইরে রাখায় চটেছেন সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। পন্তকে নিয়ে কথা বলতে গিয়েই মহেন্দ্র সিং ধোনির বিতর্কিত অধিনায়কত্বের এক ঘটনা তুলে ধরলেন তিনি।

শেবাগের মতে, পন্ত প্রতিভাবান ব্যাটসমান। তাকে আরও বেশি করে সুযোগ দেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। ৪১ বছর বয়সী সাবেক ওপেনার বলেছেন, ‘ঋষভ  দল থেকে বাদ পড়েছে, তাহলে কীভাবে সে রান করবে? আপনি যদি শচীন টেন্ডুলকারকে বেঞ্চে বসিয়ে রাখেন, তাহলে সে-ও তো রান করতে পারবে না। যদি মনে হয় সে ম্যাচজয়ী খেলোয়াড়, তাহলে কেন তাকে খেলাবেন না? ধারাবাহিক পারফরম্যান্স করতে পারছে না বলে?’

ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে সন্দিহান শেবাগ। নিজের ক্রিকেট ক্যারিয়ারের উদাহরণ টেনে বলেছেন, ‘আমাদের সময়ে, অধিনায়ক খেলোয়াড়দের সঙ্গে কথা বলতো। আমি জানি না এখন কোহলি সেটা করে কি করে না। আমি তো দলের সঙ্গে নেই। কিন্তু লোকেদের বলতে শুনেছি এশিয়া কাপে রোহিত শর্মা অধিনায়ক থাকার সময় সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলতো।’

শেবাগের কথায় রোহিতের ঠিক উল্টোপিঠে মহেন্দ্র সিং ধোনি। সাবেক অধিনায়কের অধীনে ড্রেসিংরুমের পরিবেশ গুমোট ছিল, জানান টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরির মালিক। ২০১২ সালের কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের কথা মনে করিয়ে দিলেন। ওই সিরিজে তাকেসহ শচীন টেন্ডুলকার ও গৌতম গম্ভীরকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলান ধোনি। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তার যোগাযোগ ভালো ছিল না, বলেন শেবাগ, ‘আমাদের কাউকে কিছু না বলে, পরামর্শ না করেই অস্ট্রেলিয়ায় এমএস ধোনি বলেছিল- ব্যাটিং অর্ডারের প্রথম তিনজন ধীরগতির ফিল্ডার। আমরা এটা জেনেছিলাম সংবাদমাধ্যমে। টিম মিটিংয়ে নয়, সংবাদ সম্মেলনে সে বলেছিল যে আমরা ধীরগতির ফিল্ডার। কিন্তু টিম মিটিংয়ে কথা হয়েছিল, রোহিত শর্মাকে খেলানো দরকার, যে নতুন। আর এ কারণেই একটু ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে। এখনও যদি এমন কিছু হতে থাকে, তাহলে সেটা খারাপ হবে।’