পাকিস্তানে এমসিসির সূচি চূড়ান্ত

imagesগত বছরের ডিসেম্বরে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) পাকিস্তান সফরের ঘোষণা দিয়েছিল। আন্তর্জাতিক দলগুলোকে পাকিস্তানে খেলতে উদ্বুদ্ধ করতেই এ সফরের উদ্যোগ নেয় তারা। গত মাসের শেষ দিকে ক্লাব প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার নেতৃত্বে ১২ জনের দল ঘোষণার পর আজ মঙ্গলবার চূড়ান্ত হলো সূচিও।

৪৮ বছরে প্রথমবার পাকিস্তানে খেলবে এমসিসি, প্রথম ম্যাচ ১৩ ফেব্রুয়ারি আর শেষটা হবে একই মাসের ১৯ তারিখ। এক সপ্তাহর সফর তারা শুরু করবে গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। চার ম্যাচের অন্য তিনটি হবে লাহোরের এইচিসন কলেজে। টি-টোয়েন্টি হবে ৩টি, আরেকটি ওয়ানডে।

রবি বোপারা, রুলফ ফন ডার মারউই, রস হোয়াইটলিকে নিয়ে গড়া দলটির কোচ আজমল শাহজাদ। তরুণ খেলোয়াড়রা এ সফরে অনেক অভিজ্ঞতা অর্জন করবে বিশ্বাস তার, ‘প্রত্যেকের জন্য পাকিস্তান সফর হবে দারুণ একটা ব্যাপার। পাকিস্তানের তিনটি টি-টোয়েন্টি দলের সেরা উদীয়মান ও প্রতিভাবান ক্রিকেটারদের বিপক্ষে আমাদের খেলোয়াড়রা শক্তিশালী পারফরম্যান্স করবে বিশ্বাস আমার।’

এমসিসির সফরসূচি

লাহোর কালান্দার্স-এমসিসি, টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, ১৪ ফেব্রুয়ারি

পাকিস্তান শাহীন্স-এমসিসি, ওয়ানডে, এইচিসন কলেজ, ১৬ ফেব্রুয়ারি

নর্দার্ন-এমসিসি, টি-টোয়েন্টি, এইচিসন কলেজ, ১৭ ফেব্রুয়ারি

মুলতান সুলতান্স-এমসিসি, টি-টোয়েন্টি, এইচিসন কলেজ, ১৯ ফেব্রুয়ারি