আমি কি চোর, প্রশ্ন মাশরাফির

সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ মাশরাফিশুধু বল হাতে নয়, দুরন্ত নেতৃত্বে বাংলাদেশের অনেক জয়ের নায়ক মাশরাফি মুর্তজা। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলে তার সাফল্য নেই। সর্বশেষ ১০টি ওয়ানডেতে উইকেট পেয়েছেন মাত্র একটি। যে কারণে সমালোচনাও কম হচ্ছে না। সমালোচনাকে সবসময় স্বাগত জানালেও আত্মসম্মানবোধ নিয়ে প্রশ্ন ওঠায় মাশরাফি ক্ষুব্ধ।

২০১৪: দলে ভীষণ দুঃসময়ে অধিনায়কের দায়িত্ব নিয়ে তিনি বদলে দিয়েছিলেন জাতীয় দলকে। ২০১৫: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭: চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল আর পরের বছর এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ খেলেছে মাশরাফির নেতৃত্বে। পাশাপাশি ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় তো আছেই। সেই মাশরাফিই এখন অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে সমালোচনায় বিদ্ধ।

রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, অধিনায়ক হিসেবে এটাই মাশরাফির শেষ সিরিজ।

সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাঠের বাইরের নানা আলোচনা আত্মসম্মানে লাগে কিনা প্রশ্নে মাশরাফির ক্ষোভ, ‘আত্মসম্মান বা লজ্জা… আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মান এসব আমি মেলাতে পারি না। এত জায়গায় চুরি-চামারি হচ্ছে, তাদের লজ্জা নাই? আমি উইকেট না পেলে লজ্জা লাগবে? উইকেট না-ই পেতে পারি। আমার সমালোচনা আপনারা করবেন। সমর্থকেরা করবে। কিন্তু লজ্জা পেতে হবে কেন? উইকেট না পেলে সমালোচনা হবেই। কেউ সমালোচনা করুক, সমস্যা নেই। কিন্তু ক্রিকেট খেলতে এসে আমি কি আত্মসম্মান বিসর্জন দিয়েছি? আমি কি অন্য দেশের হয়ে খেলছি নাকি চুরি-চামারি করছি?’

ক্ষোভের সঙ্গে মাশরাফির জিজ্ঞাসা, ‘আমি তো বাংলাদেশের হয়ে খেলতে নেমেছি। আমি কি বাংলাদেশের মানুষের বিপক্ষের কেউ? যে কেউ পারফর্ম না-ই করতে পারে। তার কোনও জায়গায় কমতি থাকলে, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। খারাপ করলে সমালোচনা হবে, এটা সারা বিশ্বেই হচ্ছে। কিন্তু কথাটা যখন লজ্জা-আত্মসম্মানের, তখন আমার প্রশ্ন থাকে। আমার সমালোচনা করুক, কিন্তু আমার আত্মসম্মানবোধ নিয়ে প্রশ্ন উঠছে কেন?’