করোনা আতঙ্ক: বাংলাদেশের আরেকটি সফর স্থগিত

বিসিবিকরোনাভাইরাসের প্রভাবে বাতিল কিংবা স্থগিত হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রায় সব খেলাই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। এবার আরও একটি প্রতিযোগিতা স্থগিত হলো। এ মাসেই ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের, তবে সফরটি স্থগিত করা হয়েছে।

আজ (মঙ্গলবার) বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন, 'করোনা পরিস্থিতির কারণে সিরিজটি আপাতত স্থগিত করেছে ভারত। মার্চের ২০ তারিখ থেকে গুয়াহাটিতে সিরিজটি হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন সূচিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল খেলতে যাবে।'

ভারত সরকার সব দেশের ভিসা স্থগিত করেছে। ১৫ এপ্রিল ভিসা জটিলতা কেটে যাওয়ার পর সফরটি করার ইচ্ছা বিসিবির, তেমনটাই জানিয়েছেন কায়সার, 'আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত সফরটি স্থগিত করা হয়েছে। ভারতের ভিসা সংক্রান্ত স্থগিতাদেশ কেটে গেলেই সফর করতে চাই আমরা। সেটার সম্ভাব্য সময় হতে পারে মে মাসে।'

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে দুটি তিন দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের।