করোনায় সবাইকে সতর্ক থাকতে বলছেন সাকিব

shakibকরোনাভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশের ওপরও। এ পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে দুজনের। এ মহামারি যাতে আর ছড়াতে না পারে সেজন্য সাকিব আল হাসান সবাইকে কিছু সহজ পদ্ধতি মেনে চলতে অনুরোধ করেছেন।
আজ শনিবার বাংলাদেশের সাবেক অধিনায়ক তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারি বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশও এর বাইরে নয়। আপনারা এরই মধ্যে জেনেছেন আমাদের দেশে কয়েকজন করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে। আমাদের এখনই সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতাই পারে আমাদের দেশকে আর আমাদের সুস্থ রাখতে।’

করোনা থেকে বাঁচার সহজ পদ্ধতিগুলোও মনে করিয়ে দিয়েছেন সাকিব, ‘কিছু সহজ পদ্ধতি মেনে চললে আমরা এ রোগ থেকে মুক্ত থাকতে পারবো, আমাদের দেশকেও মুক্ত রাখতে পারবো। যেমন সাবান দিয়ে হাত ধোয়া। সামাজিক দূরত্ব বজায় রাখা। হাঁচি বা কাশি দেওয়ার সময় সঠিক শিষ্টাচার মেনে চলা। বিদেশফেরত যদি কেউ থাকে তবে তার নিজেকে ঘরে রাখা এবং যেন ঘরের বাইরে না যান সেটা খেয়াল রাখতে হবে।’