আইসিসির দশকসেরার লড়াইয়ে কোহলির দাপট

কোহলিটেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি— সব সংস্করণেই তার গড় ৫০-এর ওপরে। রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে তোলা বিরাট কোহলির যে গত একদশকে ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন, সেটা বলার অপেক্ষা রাখে না। তাই আইসিসি যখন দশকসেরা কোনও পুরস্কার আয়োজন করতে যাচ্ছে, তখন সেখানে তার দাপট থাকাই স্বাভাবিক।

করোনাভাইরাসের কারণে ২০২০ সালে তেমন একটা খেলাই হয়নি। তাই বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের সুযোগ নেই। তবে এবার পুরস্কারের ধরন পাল্টেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। এবার দেওয়া হবে দশকসেরা খেলোয়াড়ের পুরস্কার। ২০১১ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত হওয়া খেলাগুলোকে আমলে নিয়ে আজ (বুধবার) মনোনীত ক্রিকেটাদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

প্রকাশিত মনোনয়নে পুরুষদের পাঁচ ক্যাটাগরির সবকটিতে আছেন কোহলি। দশকসেরা খেলোয়াড়ের সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি স্পিরিট অব দ্য ক্রিকেটেও মনোনয়ন পেয়েছেন ভারতীয় অধিনায়ক।

এবারের পুরস্কারে থাকছে ক্রিকেটভক্তদের ভোট দেওয়ার সুযোগ। সেরা নির্বাচনে ভক্তদের ১০ শতাংশ ভোটের সঙ্গে বাকি ৯০ শতাংশ আসবে আইসিসির গড়ে দেওয়া বিশেষজ্ঞ প্যানেল থেকে। ভক্তরা আজ (২৫ নভেম্বর) থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আইসিসির ওয়েবসাইটে (icc-cricket.com/awards) গিয়ে ভোট দিতে পারবেন।

পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছেন যারা:

দশকসেরা ক্রিকেটার: রবিচন্দ্রন অশ্বিন (ভারত), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।

দশকসেরা টেস্ট ক্রিকেটার: জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।

দশকসেরা ওয়ানডে ক্রিকেটার: মহেন্দ্র সিং ধোনি (ভারত), বিরাট কোহলি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)।

দশকসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার: অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), বিরাট কোহলি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)।

মহিলা বিভাগে মনোনয়ন পেয়েছেন যারা:

দশকসেরা ক্রিকেটার: সুজি বেটস (নিউজিল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), এলিসে পেরি (অস্ট্রেলিয়া), মিতালি রাজ (ভারত), সারাহ টেলর (ইংল্যান্ড), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)।

দশকসেরা ওয়ানডে ক্রিকেটার: সুজি বেটস (নিউজিল্যান্ড), ঝুলন গোস্বামী (ভারত), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), এলিসে পেরি (অস্ট্রেলিয়া), মিতালি রাজ (ভারত), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)।

দশকসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার: সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), ডিন্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), অ্যানিয়া শ্রুবসোলে (ইংল্যান্ড)।