X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আকাশের ৬ উইকেট, এজবাস্টনে ভারতের প্রথম জয়ে সিরিজে সমতা

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ২২:৩৫আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০০:১৪

২০২১ সালে গ্যাবার দুর্গের পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শুবমান গিল, মোহাম্মদ সিরাজ ও ঋষাভ পান্ত। এবার এজবাস্টনে প্রথম জয়ের চিত্রনাট্য রচনা করলেন তারা, তাতে অসামান্য অবদান রয়েছে আকাশ দীপের। চতুর্থ ইনিংসে ব্যাটারদের স্বর্গে এই পেসার চমৎকার বোলিংয়ে টেস্টে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন।

আর অধিনায়ক হিসেবে গিল তার দ্বিতীয় টেস্টেই ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়লেন। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ১৬১ রান। পান্ত মোমেন্টাম পাল্টে দেওয়া ফিফটি করেন। জাদেজার দুটি হাফ সেঞ্চুরি। সিরাজ প্রথম ইনিংসে ছয় উইকেট নেন। ম্যাচে দশ উইকেট শিকার করেন আকাশ। শেষ দিকে এক ঘণ্টারও বেশি সময় বৃষ্টিতে ভেস্তে যায়। তবে এক সেশনেরও বেশি সময় আগে ঠিকই ভারত তাদের প্রয়োজনীয় সাত উইকেট নেয়। তাতে হেডিংলির হারের দুঃখ ঘুচিয়ে দিলো এজবাস্টনে বিশাল জয়। সিরিজেও সমতা ফেরালো ১-১ এ।

আকাশ দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ইংল্যান্ডে এক টেস্টে ১০ উইকেট নিলেন। এর আগে একমাত্র ভারতীয় হিসেবে এই কীর্তি ছিল চেতন শর্মার, ১৯৮৬ সালে এই বার্মিংহামেই ১৮৮ রান দিয়ে ১০ উইকেট নেন তিনি। ইংল্যান্ডে সবচেয়ে সেরা ম্যাচ ফিগারেও তাকে পেছনে ফেলেছেন আকাশ, দিয়েছেন ১৮৭ রান।

স্মারক হিসেবে স্টাম্প নিলেন গিল

ইংল্যান্ডকে ৬০৮ রানের টার্গেট দিয়ে ভারত ২৭১ রানে স্বাগতিকদের অলআউট করেছে। তাতে বিদেশের মাটিতে রেকর্ড ৩৩৬ রানের জয় পেয়েছে তারা। ১৯ বারের চেষ্টায় এজবাস্টনে সফল হলো ভারত। আর ২৫ বছর ও ৩০১ দিন বয়সী গিল সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশে টেস্ট জিতলেন। আগের রেকর্ডটি ছিল সুনীল গাভাস্কারের। ১৯৭৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডকে হারায় ২৬ বছর ও ২০২ দিন বয়সী গাভাস্কারের ভারত।

৩ উইকেটে ৭২ রানে শেষ দিন মাঠে নেমেছিল ইংল্যান্ড। আর ১১ রান করতেই অপরাজিত দুই ব্যাটার হ্যারি ব্রুক (২৩) ও অলি পোপ (২৪) আকাশের টানা দুই ওভারে মাঠ ছাড়েন।

তারপর বেন স্টোকস ও জেমি স্মিথের প্রতিরোধ। তাদের ৭০ রানের জুটি ভাঙে স্টোকসের (৩৩) বিদায়ে। ভারতের আগুন বোলিংয়ের সামনে বুক চিতিয়ে লড়াই করে হাফ সেঞ্চুরি করেন স্মিথ। তিনি ইনিংস সেরা ৮৮ রানে আকাশের পঞ্চম শিকার হন। শোয়েব বশিরের সঙ্গে ব্রাইডন কার্স শেষ উইকেটে ২৫ রান তুলে থামেন। কার্সকে (৩৮) গিলের ক্যাচ বানিয়ে জয় নিশ্চিত করেন আকাশ।

২৬৯ ও ১৬১ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন গিল।

প্রথম ইনিংসে ভারত ৫৮৭ রান করার পর ইংল্যান্ডকে ৪০৭ রানে অলআউট করে। দ্বিতীয় ইনিংসে তারা ৬ উইকেটে ৪২৭ রান করে ইংলিশদের বিশাল লক্ষ্য দেয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের