২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের মূল প্রতিযোগিতার আয়োজক ভারত। ৫০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় আসরে স্বাগতিক হিসেবে ভারত খেলবে সরাসরি। তাদের সঙ্গে আরও সাত দল সরাসরি মূল পর্বে চলে যাবে। বাকি ২ দল নির্বাচিত হবে জিম্বাবুয়ের বাছাই প্রতিযোগিতায়।
২০২৩ বিশ্বকাপের মূল পর্বে খেলবে ১০ দল। এর মধ্যে ভারত বাদে বাকি সাত দল আসবে ওয়ার্ল্ড সুপার লিগ থেকে। আইসিসির নতুন এই প্রতিযোগিতায় যে সাতটি দল পয়েন্ট টেবিলের ওপরে থাকবে, তারা নিশ্চিত করবে ভারতের বিশ্বকাপ। টেবিলের নিচে থাকা পাঁচ দল ও লিগ-২-এর তিন দল এবং কোয়ালিফায়ার প্লে-অফের দুই দল মিলে মোট ১০ দল নিয়ে হবে ২০২৩ বিশ্বকাপের বাছাই।
২০২৩ সালের জুন-জুলাইয়ে এই ১০ দল জিম্বাবুয়েতে মাঠে নামবে বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পাওয়ার লড়াইয়ে। এখান থেকে সেরা দুই দল বিশ্বকাপে খেলবে সরাসরি সুযোগ পাওয়া ৮ দলের সঙ্গে।
ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চে। কিন্তু করোনার কারণে পিছিয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপ। নতুন সূচিতে প্রতিযোগিতাটি হবে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে।