মিনহাজুল আবেদীনের মতে নিউজিল্যান্ডে জয় সম্ভব

২০০৭ থেকে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ। গত ১৪ বছরে বেশ কয়েকবার সেখানে সফর করলেও শূন্য হাতেই ফিরতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। আগামী ২৩ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলতে আরও একবার সফরে যাবে তামিম-মাহমুদউল্লাহরা। এবার অবশ্য জয় সম্ভব বলেই মনে করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নিউজিল্যান্ডে গিয়ে ১৩টি ওয়ানডের পাশাপাশি ৪টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যার সবকটিতেই ছিল হার। এবার অবশ্য জয়ের আশা করছেন প্রধান নির্বাচক। তার মতে, 'অবশ্যই সম্ভব। এবার অভিজ্ঞ এক দল যাচ্ছে। করোনার কারণে এক বছর বিরতির পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছি। এজন্য আত্মবিশ্বাসী। আশা করি, উন্নতির ধারা ঠিক থাকলে ভালো ফল দেখবো।'

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। এ সময় অনুশীলনের সুযোগ থাকবে না। এরপর কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনাও ক্ষীণ। ২০, ২৩ ও ২৬ মার্চ হবে তিনটি ওয়ানডে। ভেন্যু যথাক্রমে- ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবা-রাত্রির।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি হবে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে হবে এই ম্যাচ।