সালমাদের অন্তর্বর্তী কোচ শাহনেওয়াজ

বিশ্বকাপ বাছাইয়ের আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ হওয়ার কথা ছিল মার্ক রবিনসনের। শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে আসতে রাজি না হওয়ায় নতুন কোচ নিয়ে বিপাকে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের দিকে ঝুঁকেছে তারা। আসন্ন বাংলাদেশ গেমস ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের জন্য সাবেক ব্যাটসম্যান শাহনেওয়াজ শহীদকে হেড কোচ করা হয়েছে।  বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান নাদেল চৌধুরী।

নাদেল চৌধুরী বলেছেন, ‘শাহনেওয়াজকে আমরা অন্তর্বর্তীকালীন হিসেবে মেয়েদের হেড কোচ নিয়োগ দিয়েছি। সে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ও বাংলাদেশ গেমসে দায়িত্ব পালন করবে।’

এদিকে বাংলাদেশ গেমসে মেয়েদের ইভেন্টটিকে ৫০ ওভারের ফরম্যাটে করতে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছে বিসিবি। যাতে মেয়েরা বিশ্বকাপ বাছাইয়ের জন্য ভালো করে প্রস্তুতি নিতে পারে।

এ প্রসঙ্গে নাদেল আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতি হিসেবে কাজে দেবে বাংলাদেশ গেমস। যেহেতু অনেক দিন ধরে মেয়েরা খেলার মাঝে নেই। তার ওপর সামনেই আইসিসির বিশ্বকাপ বাছাই, যা আবার ৫০ ওভার ফরম্যাটের। তাই অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আমরা অনুরোধ করেছি, ইভেন্টের ফরম্যাটটা ২০ ওভারের বদলে যেন ৫০ ওভার করে ফেলে।’

এ সময় তিনি আরও বলেছেন, বাছাইয়ের ক্যাম্পেইন শুরুর আগেই মেয়েদের বিদেশি হেড কোচ নিয়োগ দিয়ে ফেলবে বিসিবি।