নতুন দিনে নতুন শুরু

প্রথম দিন শেষে নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, নতুন দিন নতুন করে শুরু করতে চান তারা। লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেছিলেন, ইনিংস যত লম্বা করা যায়। ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় সেই কথার প্রতিধ্বনি শান্ত ও মুমিনুল হকের ব্যাটিংয়ে। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি ও বল বিবেচনা করে ব্যাট করে যাচ্ছেন দুই ব্যাটসম্যান।

স্বভাবতই উইকেট অক্ষত রেখে স্কোর বাড়িয়ে নিচ্ছেন শান্ত ও মুমিনুল। প্রথম দিনের ২ উইকেটে ৩০২ রান নিয়ে নতুন দিন শুরু করে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন মুমিনুল, আর শান্ত হাঁটছেন দেড়শ’র পথে। আর তাতে জুটিতে ‘ডাবল সেঞ্চুরি’র সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।

ক্যান্ডি টেস্ট দিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন শান্ত। ব্যর্থতার বৃত্ত ভেঙে নিজেকে ফিরে পাওয়াটা সহসাই হারাতে চান না তিনি। তাই তার লক্ষ্য, যত বেশি সময় ব্যাট করে ইনিংস লম্বা করা যায়। তবে প্রথম দিন শেষে জানিয়ে গিয়েছিলেন, দ্বিতীয় দিনে তাদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কারণ দিনের শেষভাবে এসে লঙ্কান বোলাররা তাদের বেশ ভুগিয়েছে। সে কারণেই হয়তো দ্বিতীয় দিনে ডিফেন্সিভ ক্রিকেট খেলছে বাংলাদেশ।

ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় হয়েছে ১৩ ওভার। শান্ত-মুমিনুল মিলে তুলেছেন ৩১ রান। সব মিলিয়ে বাংলাদেশের স্কোর ১০৩ ওভারে ২ উইকেটে ৩৩৩। শান্ত ব্যাটিং করছিলেন ১৪১ রানে, আর মুমিনুল অপরাজিত ছিলেন ৭৬ রানে।