বিতর্কে জড়ানো সাব্বির ব্যর্থ, লজ্জার হার মাহমুদউল্লাহদের

বিতর্ক সঙ্গী হয়ে আছে সেই ক্যারিয়ারের শুরু থেকে। নতুন করে ভুল খবরে আবার শিরোনাম হওয়া সাব্বির রহমানের ব্যাট হাসছেই না ঢাকা প্রিমিয়ার লিগে। ইলিয়াস সানিকে ইট ছুড়ে মারা ও বর্ণবাদী আচরণে নতুন করে বিতর্কের জন্ম দেওয়া এই ব্যাটসম্যান পারটেক্সের বিপক্ষে করলেন ১৫ রান। তার ব্যর্থতার পরও ম্যাচটি ২১ রানে জিতেছে লেজেন্ডস অব রূপগঞ্জের। অন্যদিকে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাহমুদউল্লাহদের।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে রূপগঞ্জ সানজামুলের ৩০ ও নাঈম ইসলামের অপরাজিত ২৯ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। গত বুধবার সানিকে লক্ষ্য করে ইট ছঁড়ে মেরে আলোচনায় আসা সাব্বির ১৫ রানের বেশি করতে পারেননি।

পারটেক্সের শাহদাত হোসেন ও রাজিবুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন।

১৩২ রানের লক্ষ্যে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করতে পারে পারটেক্স। ফলে ২১ রানের জয়ে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে রয়েছে রূপগঞ্জ। অন্যদিকে ১০ ম্যাচের কোনোটিই জিততে পারেনি পারটেক্স।

এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাতের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ১০৭ রানের স্কোরটাও টপকাতে পারেনি মাহমুদউল্লাহর গাজী গ্রুপ ক্রিকেটার্স, হেরেছে ৮ রানে।

দারুণ বোলিংয়ে মাহমুদউল্লাহরা শাইনপুকুরকে অল্পতে আটকে রেখে জয়ের স্বপ্ন দেখলেও ব্যাটিং ব্যর্থতা কাল হয়ে দাঁড়িয়েছে। অধিনায়ক মাহমুদউল্লাহ (৩/১৪), মেহেদী হাসান (২/৩৬) ও মহিউদ্দিন তারেকের (২/২৯) বোলিংয়ের সামনে ১৯.৪ ওভারে শাইনপুকুর অলআউট ১০৭ রানে। সর্বোচ্চ ৪১ রান আসে সাব্বির হোসেনের ব্যাট থেকে।

সহজ লক্ষ্যে দাঁড়াতেই পারেননি গাজী গ্রুপের ব্যাটসম্যানরা। মোহর শেখ (৪/২২) ও সুমন খানের (৩/২০) তোপের সঙ্গে হাসান মুরাদের ঘূর্ণিতে ৯৯ রানে শেষ মাহমুদউল্লাহরা। গাজী গ্রুপ অধিনায়ক করেন মাত্র ৪ রান। সর্বোচ্চ ১৭ রান আসে মুমিনুলের ব্যাট থেকে। শেষ দিকে নাসুম আহমেদ ১৭ রান করায় ১৯.৩ ওভার পর্যন্ত খেলতে পেরেছে তারা।