‘আন্ডারডগ’ ট্যাগে যায়-আসে না উইলিয়ামসনের

অবিশ্বাস্য ম্যাচ জিতে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ফাইনাল, স্বভাবতই প্রথমবার শিরোপা জেতার হাতছানি। বিশ্বকাপের শুরু থেকে তাদের ‘আন্ডারডগ’ হিসেবে ধরা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইয়ের ফাইনালের আগেও কথাটা শুনতে হলো অধিনায়ক কেন উইলিয়ামসনকে। যদিও কোনও কিছুতেই তার যায়-আসে না, শুধুমাত্র নিজেদের ক্রিকেটেই কিউই অধিনায়কের পূর্ণ মনোযোগ।

আজ (রবিবার) রাতে বাংলাদেশ সময় রাত ৮টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শিরোপার নির্ধারণী মঞ্চে নামার আগে উইলিয়ামসন জানিয়েছেন, ক্রিকেটের বাইরে কোনও কিছুই তাদের হাতে নেই, সুতরাং শুধু খেলা নিয়েই তাদের ভাবনা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেছেন, ‘আমার কাছে যেটা মনে হয়, আমি যেভাবে দেখি এটা (আন্ডারডগ) নিয়ে আমাদের কিছুই করার নেই। আমরা শুধুমাত্র নিজেদের খেলাতেই নজর রাখছি। একটা দল হিসেবে উন্নতি করার দিকেই আমাদের চেষ্টা। অন্য কোনও ট্যাগও যদি আমাদের সঙ্গে লাগাতে হতো, তাতেও আমাদের কিছু করার ছিল না।’

এবারের বিশ্বকাপের সূচি নিয়ে আপত্তি জানিয়েছেন উইলিয়াসন। ব্যস্ত সূচিতে কিউইরা বিশ্রামের সময় পেয়েছে কম। যদিও কোনও অভিযোগ নেই তার, বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল নিয়েই তার সব ভাবনা, ‘আমাদের ভীষণ ব্যস্ত সূচি ছিল। আমরা শেষ চার ম্যাচ খেলেছি সাত দিনের মধ্যে। সেমিফাইনালের পর একদিনের বিশ্রাম পেয়েছি এবং গতকাল (শুক্রবার) থেকে অনুশীলনের সুযোগ পেয়েছি। আমাদের প্রস্তুতি ভালো, তবে ভেন্যু ও প্রতিপক্ষের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে এখানে।’

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করায় একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে, এবার ক্রিকেট বিশ্ব পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।