বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

প্রথম দিনের খেলা আগেভাগে শেষ ঘোষণা করতে হয়েছিল। বৃষ্টি ও আলোর স্বল্পতায় দিনের খেলার ইতি টানায় দ্বিতীয় দিনে আধঘণ্টা আগে শুরুর সূচি করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। নতুন করে খেলা শুরুর সূচি করা হয় সকাল ১১টা ২০ মিনিট। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ওই সময়েও শুরু করা যায়নি ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। 

শনিবার শুরু হয়েছে ঢাকা টেস্ট। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৫৭ ওভারে ২ উইকেটে করেছে ১৬১ রান। আজ (রবিবার) দ্বিতীয় দিন শুরু করবেন ৬০ রানে অপরাজিত বাবর আজম ও ৩৬ রানে অপরাজিত থাকা আজহার আলী। প্রথম দিন বাংলাদেশ ৭০ রানে পাকিস্তানের দুই ওপেনারকে ফেরালেও বাধা হয়ে দাঁড়ায় এই জুটি। এরপর বৃষ্টিতে অনেক আগেই দিনের খেলার শেষ ঘোষণা করা হয়।

প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশ ২ উইকেট নিতে পারলেও দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়ে পাকিস্তান। বাবর ও আজহারকে কোনও পরীক্ষায় ফেলতে পারেনি বাংলাদেশ। ৯১ রানের জুটিতে প্রতিরোধ গড়েছেন দুজন। চা পানের বিরতির আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৬১ রান। এরপর আলোর স্বল্পতায় আর খেলাই মাঠে গড়ায়নি।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দ্বিতীয় সেশনেও খেলা বন্ধ ছিল ২৫ মিনিট। সেকারণেই দ্বিতীয় দিন খেলা শুরুর সূচি করা হয় সকাল সাড়ে ৯টায়। কিন্তু বৃষ্টিতে নির্ধারিত সময়ে শুরু করা হয়নি খেলা।