যেভাবে সাফল্য পেয়েছে পাকিস্তান

ঢাকা টেস্টে স্বাগতিক বাংলাদেশকে বিন্দুমাত্র সুযোগ দেয়নি পাকিস্তান। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছে বাবর আজমরা। বৃষ্টির প্রভাবে প্রায় আড়াই দিন মাঠে বল গড়ায়নি। বাকি আড়াই দিনে বাংলাদেশ দলকে দুইবার অলআউট করে ইনিংস ব্যবধানে সিরিজ জিতেছে সফরকারীরা। দুর্দান্ত জয়ের পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বাবর জানালেন সাফল্যের রহস্য।

জয়ের ক্ষুধাই পাকিস্তানকে সাফল্য এনে দিয়েছে উল্লেখ করে এই ব্যাটার বলেছেন, ‘যখন একটা ব্যাপার নিয়ে ভাবনা পরিষ্কার থাকে যে জিততেই হবে, তারপর যখন সেটির পেছনে ছুটতে থাকবেন, তাড়া করবেন, ফলাফল তখন পক্ষে আসবেই। আমি সবাইকে এই বার্তাই দিয়েছি যে চেষ্টা করতে হবে এবং পরিকল্পনায় অটল থাকতে হবে। যে যেমন বোলিং বা ব্যাটিং পারে, সেটাই করতে হবে। তবে মানসিকতা যেন ইতিবাচক থাকে। স্রেফ এটাই ভাবতে হবে যে আমাদের জিততে হবে। সেটাই আমরা পেয়েছি।’

এমন সাফল্যে অধিনায়ক হিসেবে গর্ববোধ করেন বাবর, ‘অধিনায়ক হিসেবে আমি বেশ গর্বিত যে আমার এরকম একটি দল আছে। যেভাবে আমরা দুটি সিরিজই জিতলাম, আজকে টেস্ট ম্যাচে যেভাবে জয় এলো, তা ছিল অসাধারণ।’

ঢাকা টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অফস্পিনার সাজিদ খান। প্রথম ইনিংসে ৮ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তুলে নেন ৪ উইকেট। সব মিলিয়ে ১২ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি। আগের তিন টেস্টে ৬ উইকেট নেওয়া সাজিদ এক টেস্টেই নিলেন ১২ উইকেট।

ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে সাজিদের প্রথম ইনিংসের বোলিং সামনে আনলেন বাবর, ‘টার্নিং পয়েন্ট ছিল সাজিদের ওই স্পেল, যেখানে ৮ উইকেট নেয়। এতে আমরা মোমেন্টাম পেয়ে যাই। এরপর আজকে (বুধবার) ফাস্ট বোলাররা যেভাবে শুরুতে উইকেট নিয়েছে এবং শাহীন শাহ ও হাসান আলী যেভাবে বোলিং করেছে, যত প্রশংসা করা হোক না কেন কম হবে।’

প্রথম শ্রেণির ক্রিকেটে মাঝেমধ্যে বোলিং করার সুযোগ পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই বোলিং করা হয়নি বাবরের। বুধবার ২ ওভারে তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজের উইকেট। নিজের বোলিং সম্পর্কে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলিং করলাম। তবে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বোলিং করেছি, প্রথম শ্রেণির ক্রিকেটে করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সুযোগ পাইনি আন্তর্জাতিক ক্রিকেটে বল করার। আমার মনে হয়েছে, এখানে বোলিং করা উচিত। নেটেও মাঝেমধ্যে বোলিং করি। পুরোপুরি উপভোগ করেছি, যে ২-৩ ওভার বোলিং করেছি।’