বিপিএল: স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন ফ্লেচার

রেজাউর রহমান রাজার একটি শট বল পুল করতে গিয়ে ঘাড়ে আঘাত লাগে আন্দ্রে ফ্লেচারের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ক্যারিবীয় ব্যাটার। এরপর স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ফ্লেচারকে।

ঘটনাটা আজ (সোমবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স ম্যাচের দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারে। ওই ওভারের প্রথম বলটি বাউন্সার দেন চট্টগ্রামের পেসার রাজা। সেটি পুল করতে চেয়েছিলেন খুলনার ব্যাটার ফ্লেচার। তবে ব্যাট-বলে সংযোগ তো হয়ইনি, উল্টো বলটি গিয়ে আঘাত হানে ফ্লেচারের মাথা ও ঘাড়ের মাঝামাঝি অংশে। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন খুলনার ব্যাটার।

বেশ খানিকক্ষণ মাঠে শুয়েছিলেন ফ্লেচার। অবস্থার উন্নতি না হওয়াতে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। তার বর্তমান অবস্থা কেমন, এ ব্যাপারে বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে জানা গেছে, অনেকটাই সুস্থ আছেন ফ্লেচার। তার ঘাড়ে আঘাত লেগেছে।

ফ্লেচারের অবস্থা জানাতে গিয়ে বিসিবির চিকিৎসক মঞ্জুরুল হোসেন চৌধুরী বলেছেন, ‘এই মুহূর্তে তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। আশা করি, বড় কিছু হবে না। প্রয়োজন অনুভব করলে তাকে হাসপাতালে পাঠানো হবে।’

স্ট্রেচারে করে ড্রেসিং রুমে ফেরার সময় ১৬ রানে অপরাজিত ছিলেন ফ্লেচার।