মাহমুদউল্লাহদের দলে করোনার হানা

বিপিএলে ক্রিকেটারদের টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার ধকল কমাতে ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রটোকল বেছে নিয়েছে বিসিবি। এই সুরক্ষা নীতিতে ক্রিকেটার ও কোচিং স্টাফদের আগের মতো বিধিনিষেধ নেই। তাতে কিছুটা স্বস্তি মিললেও করোনা থেকে মুক্তি মিলছে না! উল্টো করোনা হানা দিয়েছে মাহমুদউল্লাহর দল মিনিস্টার গ্রুপ ঢাকায়। দলটির লঙ্কান পেসার ইসুরু উদানা করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামার আগ মুহূর্তে এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে ঢাকার টিম ম্যানেজমেন্ট।

বিবৃতিতে তারা জানায়, গত বৃহস্পতিবার করোনা পরীক্ষা করানো হয়। তাতে উদানা পজিটিভ হয়েছেন। প্রটোকল অনুযায়ী হোটেলে আইসোলেশনে আছেন তিনি। টুর্নামেন্টের মেডিকেল দলের তত্ত্বাবধানে বাঁহাতি এই পেসারের চিকিৎসা চলবে এবং নির্ধারিত সময়ে তার পরবর্তী করোনা পরীক্ষা করানো হবে।