‘হয়তো সাকিব ভাই একটু ক্লান্ত, তাই অনুশীলনে নেই’

ইদানিং একটু বেশি-ই খবরের শিরোনাম হচ্ছেন সাকিব আল হাসান। কখনও মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে, কখনও বা মাঠের বাইরের ঘটনায়। আফগানিস্তান সিরিজে ব্যাট-বলের পারফরম্যান্স ছাপিয়ে সাকিব ফের আলোচনায় অনুশীলনে যোগ না দিয়ে। তবে ঐচ্ছিক অনুশীলনে প্রত্যেক ক্রিকেটারের আসাটা যে খুব জরুরি, তাও নয়। সাকিবের ব্যাটে রান নেই বলেই প্রশ্নটা উঠেছে।

বিপিএলে শুরুতেই রানে ফিরতে কঠোর পরিশ্রম করেছিলেন সাকিব। তবে জাতীয় দলে সেই একাগ্রতার দেখা মেলেনি। এমন পরিস্থিতিতে তার অনুশীলনে না আসার একটা কারণ জানালেন মেহেদী হাসান মিরাজ। রবিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অফস্পিনিং অলরাউন্ডার বলেছেন, ক্লান্ত সাকিব মানসিক সতেজতার জন্যই অনুশীলন করছেন না।

ওয়ানডে ফরম্যাটে গত ৮ ইনিংসের মধ্যে সাকিব হাফসেঞ্চুরি করেছেন একটি। সেই গত বছর জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৬ রানের ইনিংস খেলেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে গত দুই ওয়ানডেতেও সেভাবে দেখা যায়নি তাকে। যথাক্রমে ১০ ও ২০ রানের ইনিংস খেলেছেন। শুরুটা ভালো করেও বাজে শটে দুই ইনিংসেই আউট হয়েছেন তিন নম্বরে নামা এই ব্যাটার।

রবিবার শুধু সাকিব নন, অনুশীলনে দেখা যায়নি আগের দুই ম্যাচের একাদশে থাকা আরও চার ক্রিকেটারকে। সিরিজের শেষ ওয়ানডেকে সামনে রেখে এদিন সাড়ে দশটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসে পৌঁছায় বাংলাদেশ। তামিম-মুশফিকদের সঙ্গে ছিলেন টি-টোয়েন্টির দলে থাকা ক্রিকেটাররাও। এদিন মাঠে দেখা যায়নি শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস ও আফিফ হোসেনদের।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ‘ঐচ্ছিক অনুশীলন থাকায় সাকিবসহ বাকি ক্রিকেটাররা আসেননি। চোট সংক্রান্ত কোনও সমস্যা সাকিবের নেই।’

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজও বলেছেন, ‘আমাদের তো ঐচ্ছিক অনুশীলন। বিপিএলে টানা ম্যাচ খেলেছি। তখন রেস্ট পাইনি। আজও ঐচ্ছিক অনুশীলন ছিল। হয়তো সাকিব ভাই একটু ক্লান্ত।’

এরপরই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের অন্যতম সারথী জানালেন ম্যাচে ভালো খেলতে মানসিক সতেজতা অনেক জরুরি, ‘আসলে অনুশীলন করলেই যে ভালো করবে এমন কিছু না। মানসিক সতেজতাও অনেক গুরুত্বপূর্ণ। আজকে অনুশীলন ঐচ্ছিক ছিল, বাধ্যতামূলক না। যার যতটুকু দরকার, ততটুকু অনুশীলন করেছে।’