X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৪, ১৪:০৩আপডেট : ১৭ জুন ২০২৪, ১৪:০৩

প্রতি আসরেই ফেভারিটের তালিকায় থাকে ফ্রান্স। কিন্তু ২৪ বছর হয়ে গেলেও ইউরোর শিরোপা জেতা হয়নি তাদের। দুইবারের বিজয়ীরা সেই খরা কাটানোর লক্ষ্য নিয়ে আজ রবিবার দিবাগত রাত ১টায় মাঠে নামছে। ডুসেলডর্ফে প্রতিপক্ষ অস্ট্রিয়া।

প্রথম ম্যাচে আবার মাইলফলকের সামনে ফরাসি কোচ দিদিয়ের দেশম। এই ম্যাচ জিতলে কোচ হিসেবে শততম জয়ের কীর্তি গড়বেন। আরেকটি মাইলফলকও তার জন্য অপেক্ষা করছে। কোচ ও খেলোয়াড় হিসেবে দ্বিতীয় ইউরো জয়ের কীর্তি গড়বেন। সর্বশেষ খেলোয়াড় হিসেবে ইউরো জিতেছেন ২০০০ সালে। ইউরোয় সবচেয়ে অভিজ্ঞ কোচও তিনি। ২০১২ সালে দলটির দায়িত্ব নিয়ে বেশ কয়েকটি সাফল্য এনে দিয়েছেন। তার মধ্যে রয়েছে ২০১৮ বিশ্বকাপ। গত বিশ্বকাপের রানার্স আপও তারা। 

তবে ইউরোর কথা এলে নিকট অতীতে নেই কোনও সুখস্মৃতি। ২০২১ আসরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে। ২০১৬ সালে ফাইনালে উঠলেও ফিরেছে খালি হাতে। তাই প্রথম ম্যাচেই জয়ে শুরু করতে মুখিয়ে ফরাসি কোচ। তার কথা, ‘প্রথম ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এটাই সব কিছু নির্ধারণ করে দেবে না।অস্ট্রিয়াও সেভাবে মনে করে মাঠে নামবে।প্রথম ম্যাচে ভালো করতে পারলে সেটা আমাদের সুবিধাজনক জায়গায় রাখবে।’

দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ফরাসিরা। ২৫ বারের দেখায় ফ্রান্স জিতেছে ১৩টিতে, অস্ট্রিয়ার জয় ৯টি। আর ড্র হয়েছে তিনটি। অস্ট্রিয়ার অবশ্য সাম্প্রতিক রেকর্ড ভীষণ ভালো। শেষ ১৬ ম্যাচের ১৫টিতে হার দেখেনি তারা। ফ্রান্স অবশ্য জার্মানির মাটিতে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে এখনও অপরাজেয়। ৫ জয়ের বিরীতে ড্র আছে ৩টি। আর স্বাভাবিকভাবেই ম্যাচের মূল প্রভাবক হয়ে উঠবেন কিলিয়ান এমবাপ্পে। সর্বশেষ ১৪ ম্যাচের ২৪ গোলেই সরাসরি অবদান রেখেছেন তিনি। যেখানে ১৪ গোলের পাশাপাশি অ্যাসিস্ট ১০টিতে।

একই দিন রয়েছে আরও দুটি ম্যাচ। সন্ধ্যা ৭টায় রোমানিয়া মুখোমুখি হবে ইউক্রেনের। রাত ১০টায় স্লোভাকিয়ার বিপক্ষে খেলবে বেলজিয়াম। 

/এফআইআর/ 
সম্পর্কিত
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
অবসরের ঘোষণা শাকিরির
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি