ভারতের সহজ জয়

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বদলে যুব বিশ্বকাপ খেলতে আসা আইরিশদের ৭৯ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ভারত বনাম আয়ারল্যান্ড ২

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে ভারত। সর্বোচ্চ ৭৪ রান করেছেন সরফরাজ খান। ৭০ বল খেলে ৭ চারের সাহায্যে তিনি তার ইনিংস সাজিয়েছেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর ৬২ ও রিকি ভুই ৩৯ রানের ইনিংস খেলেন।

আয়ারল্যারান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন ররি অ্যান্ডারস ও যশুয়া লিটল।

২৬৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আইরিশরা ৪৯.১ ওভারে ১৮৯ রানেই থেমে যায়। ফলে ভারত ৭৯ রানের জয় নিশ্চিত করে। আইরিশ দুই ব্যাটসম্যান উইলিয়াম ম্যাকলিনটক ও লরক্যান টাকারের জোড়া হাফসেঞ্চুরিতে শেষ রক্ষা হয়নি তাদের। ম্যাকলিনটক ৮৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রান করে আউট হন। অন্যদিকে লরক্যান টাকার ৮৯ বলে ৬ চারে ৫৭ রান করেন।ভারত বনাম আয়ারল্যান্ড

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাউল বাথাম। এছাড়া আবিশ খান ও মাহিপাল লোমার একটি করে উইকেট নেন। 

উল্লেখ্য, অস্ট্রেলিয়া নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি আয়ারল্যান্ডকে যুব বিশ্বকাপ খেলতে আমন্ত্রণ জানায়। মাত্র দশ দিনের প্রস্তুতি নিয়ে আইরিশরা বাংলাদেশে বিশ্বকাপ খেলতে আসে।

/আরআই/এমআর/