আইপিএলে ঝড় তুলে এবার ভারতীয় দলে কাশ্মিরি তারকা

উমরান মালিক বেশ কয়েক বছর আগেও সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার ছিলেন। গত বছর আইপিএলে অভিষেক হলেও কাশ্মিরি এই পেসার সৌরভ ছড়িয়েছেন এবার। আক্রমণের অন্যতম অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে এবার সুযোগ পেলেন জাতীয় দলেও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ৫ ম্যাচ টি-টোয়েন্টির জন্য ডাক পেয়েছেন ২২ বছর বয়সী। ১৮ সদস্যের দলে তার মতো প্রথমবার ডাক পেয়েছেন আরশদ্বীপ সিংও।

প্রোটিয়াদের বিপক্ষে আগামী মাসে হতে যাওয়া সিরিজে বড় ধরনের পরিবর্তন নিয়েই দলটি ঘোষণা করা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহদের। ফলে দলটির অধিনায়ক থাকছেন লোকেশ রাহুল। ফিরেছেন হার্দিক পান্ডিয়াও। চোটের কারণে জায়গা হয়নি দীপক চাহার, রবীন্দ্র জাদেজা ও সূর্যকুমার যাদবের।

১৮ সদস্যের দল: লোকেশ রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড, ইশান কিশান, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণয়, অক্ষর প্যাটেল, হার্শাল প্যাটেল, আবেশ খান, আরশাদদ্বীপ সিং, উমরান মালিক।