চোট কাটিয়ে হাসান মাহমুদের দারুণ বোলিং

বাংলা টাইগার্স আর হাই পারফরম্যান্স ইউনিটের ৪ দিনের ম্যাচ গড়িয়েছে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে। কিন্তু বৃষ্টির কারণে শুরুর দিন হতে পেরেছে মাত্র ৫৩ ওভার। এদিন আলো ছড়িয়েছেন চোট কাটিয়ে ফেরা পেসার হাসান মাহমুদ।

প্রথম সেশনটি ভালোমতো হলেও চা-বিরতির ঠিক আগেই শুরু হয় বৃষ্টির উপদ্রব। টানা বৃষ্টিতে ৫৫ মিনিট পর শুরু হয়েছে খেলা। তার পর বেশিক্ষণ চালানো যায়নি। ৩৭ ওভার খেলা বাকি রেখেই দিন শেষ করতে হয়েছে দুই দলকে।

বৃষ্টিতে বন্ধ হওয়ার সময় হাই পারফরম্যান্স ইউনিটের স্কোর ছিল ৬ উইকেটে ১৭৬। অধিনায়ক আকবর আলী ১৪ আর অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী ৩০ রানে ব্যাট করছেন। সর্বোচ্চ ৪৭ রান এসেছে মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে। এই তরুণ ১১৩ বলে ৭ বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া ৪৭ বলে ২৯ রানের ইনিংস খেলেন আইচ মোল্লা। ৫১ বলে ২১ রান করেছেন শাহদাত হোসেন দিপু।

বাংলা টাইগার্সের সবচেয়ে সফল বোলার ছিলেন পেসার হাসান মাহমুদ। চোট কাটিয়ে ফেরা এই পেসার দারুণ বোলিং করেছেন। ১১ ওভার বল করে ৩ মেইডেনসহ ২৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। অফস্পিনার নাইম হাসান পেয়েছেন ২টি। অপর উইকেটটি নিয়েছেন আবু জায়েদ রাহী।