ইংল্যান্ডের কাছে হেরে আরও দুঃসংবাদ শুনলো ভারত

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন পর্যন্ত রাজত্ব ছিল ভারতের। যদিও শেষের হাসি ইংল্যান্ডের। ভারতের দেওয়ার ৩৭৮ রানের লক্ষ্যও তারা টপকে গেছে ৭ উইকেট হাতে রেখে। দারুণ শুরু করেও ম্যাচ হারের হতাশা এমনিতেই গ্রাস করেছিল ভারতীয় দলকে। তার মধ্যেই এসেছে আরেক ধাক্কা। স্লো ওভার রেটে প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপে কাটা গেছে ২ পয়েন্ট। এই ধাক্কায় এখন পয়েন্ট টেবিলে পাকিস্তানের নিচে নেমে গেছে ভারত।

সদ্য শেষ হওয়া টেস্টটি ছিল গত বছরের পাঁচ ম্যাচের সিরিজের অংশ। করোনাভাইরাসের প্রভাবে এই টেস্ট স্থগিত করা হয়েছিল। ৯ মাস পর ফেরা এজবাস্টনের ম্যাচটি ইংল্যান্ড জিতে সিরিজ শেষ করেছে ২-২ সমতায়। এই ম্যাচেই নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করেছে ভারত। তারই শাস্তি হিসেবে ম্যাচ ফি ও পয়েন্ট কাটা গেছে সফরকারীদের।

২ পয়েন্ট কাটা যাওয়ায় এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চারে নেমে গেছে। আর এই সুযোগে তাদের টপকে পাকিস্তান বসেছে তৃতীয় স্থানে। ভারতের পয়েন্টের শতাংশের হার ৫২.০৮। আর পাকিস্তানের ৫২.৩৮ শতাংশ। সবার ওপরে থাকা অস্ট্রেলিয়ার শতাংশ ৭৭.৭৮।

এ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে দ্বিতীয়বার স্লো ওভার রেটে পয়েন্ট কাটা গেলো ভারতের। এর আগে গত বছর নটিংহাম টেস্টেও স্লো ওভার রেটের শাস্তি পেয়েছিল সফরকারীরা। আর সব মিলিয়ে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে এটি ভারতের তৃতীয়বার স্লো ওভার রেটে পয়েন্ট হারানোর ঘটনা। নটিংহাম টেস্টের পর এ বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ‍সফরে সেঞ্চুরিয়ন টেস্টেও একই শাস্তি পেয়েছিল। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত ৫ পয়েন্ট হারালো ভারত।

করোনা পজিটিভ হওয়ায় এজবাস্টন টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রিত বুমরা। তিনি শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রত্যেক ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ কাটা যাবে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রত্যেক ওভারের জন্য কাটা যাবে ১ পয়েন্ট।