তামিমদের জরিমানা

৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে বাংলাদেশ দলকে। আগামীকাল (বুধবার) শেষ ম্যাচ জিততে না পারলে ১১ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় পড়তে হবে। এই অবস্থায় ড্রেসিংরুমে এমনিতেই হতাশায় ছায়া, সেটি আরও বাড়িয়ে দিলো জরিমানা। দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

রবিবার দ্বিতীয় ওয়ানডেতে নির্দিষ্ট সময়ের বেশি সময় নেওয়ায় তামিম ইকবালের দলকে এই জরিমানা গুনতে হচ্ছে। আইসিসি’র আচরণবিধি ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ দল এই শাস্তি পেলো। অনুচ্ছেদে বলা আছে, নির্ধারিত সময়ের মধ্যে যে কয়টি ওভার কম করবে তার প্রত্যেকটির জন্য ২০ শতাংশ করে জরিমানা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ফিল্ড আম্পায়ার ফরস্টার মুতিজওয়া ও ল্যাংটন রুসিরি এই জরিমানা আরোপ করেন। জরিমানা মেনে নেওয়ায় অধিনায়ক তামিম ইকবালের আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জরিমানা কার্যকর করেন।