যুক্তরাষ্ট্রের ক্রিকেটে বাংলাদেশের প্রিন্স

১৯৮০’র দশকে বাংলাদেশের মূল পেসার ছিলেন গোলাম নওশের প্রিন্স। ক্রিকেটে আতুরঘরে থাকা বাংলাদেশের পেস আক্রমণে নতুন ধারা যোগ করেছিলেন তিনি। ৫৭ পেরিয়ে যাওয়া সেই প্রিন্স এবার দেশের গণ্ডি পেরিয়ে মার্কিন মুলুকের ক্রিকেটের বড় পদে। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের জার্সিতে ৯ ওয়ানডে খেলা প্রিন্স।

সুখবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করেছেন সাবেক বাংলাদেশি পেসার। তিনি লিখেছেন, ‘নিয়োগ পেয়ে সত্যিই বিনীত। আমার ওপর আস্থা রাখার জন্য যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। আমি আপনাদের ও এই কমিউনিটিকে হতাশ করবো না। ক্রিকেটের মতো দারুণ এই খেলাটির প্রত্যেকটি পর্যায়ে উন্নতি করতে আমি মুখিয়ে।’

পোস্টের পরের অংশে প্রিন্স লিখেছেন, ‘বছরের পর বছর ধরে আমাকে সমর্থন দেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ, বিশেষ করে গত দুই বছর এখানে (যুক্তরাষ্ট্র) আমি যে সমর্থন পেয়েছি।’

এদিকে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড প্রিন্সকে নিয়োগের চিঠিতে জানিয়েছে, ‘প্রিয় গোলাম নওশের, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড আপনাকে ক্রিকেট কমিটিতে নিয়োগ দিয়েছে। আমরা আশা করছি, সাবেক বাংলাদেশি ক্রিকেটার ও নির্বাচক কমিটির সাবেক প্রধান হিসেবে আপনি আপনার জ্ঞান ও অভিজ্ঞতার ভান্ডার নিয়ে এখানে কাজ করবেন। যাতে যুক্তরাষ্ট্র ক্রিকেট ও এই সংস্থা উপকৃত হয়। যুক্তরাষ্ট্র ক্রিকেটে কাজ করার সম্মতি জানানোয় আপনাকে ধন্যবাদ।’

১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক প্রিন্সের। অভিষেক ম্যাচে যদিও উইকেট পাননি, তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে তার আছে ৮ উইকেট। বাংলাদেশের জার্সিতে প্রিন্স সবশেষ ম্যাচ খেলেছেন ১৯৯০ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে।