X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষে আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৫, ১৬:৩৮আপডেট : ১১ মে ২০২৫, ১৬:৩৮

রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা। আর সেখানেই ঘটে গেলো অঘটন! বাংলাদেশ আর্মি ও আনসার দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩জন আহত হয়েছেন। এই ঘটনায় দুই ঘণ্টার জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হয় কারাতে ফেডারেশন।

রবিবার (১১ মে) দুপুর ২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত তিনজনই আনসার ও ভিডিপি দলের সদস্য এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার তৃতীয় দিনে মাইনাস ৬৭ কেজি ওজনশ্রেণির খেলায় আর্মির মনিরুল ও আনসারের আনোয়ার নাঈম প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে আর্মির খেলোয়াড় ইব্রাহিম আনসার দলের এক সমর্থকের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন রেজাউল করিম মাসুম, রুকুজ্জামান রনি ও বিল্লাল হোসেন।

মারামারির মুহূর্তের ছবি। আনসার দলের সাবেক খেলোয়াড় ও আহত রেজাউল করিম মাসুম অভিযোগ করে বলেছেন, ‘মাঠের খেলাকে কেন্দ্র করে শুরুতে কথাকাটাকাটি হয়। পরে আর্মি দলের কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টুর উসকানিতে আমাদের ওপর শারীরিকভাবে হামলা চালানো হয়। এতে আমরা আহত হই।’

এ বিষয়ে আর্মি দলের কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে, আনসার ও ভিডিপির কারাতে দলের কোচ মো. জসিম উদ্দিন বলেছেন, ‘এটা মূলত আনসার খেলোয়াড়দের সঙ্গে নয়, আর্মি দলের কয়েকজন সদস্যের সঙ্গে বাইরের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ছিল। আনসারের সঙ্গে কোনও সংঘর্ষ হয়নি।’

ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর হোসেন চৌধুরী বলেছেন, ‘একটি ম্যাচ ঘিরে ম্যাটের বাইরে সংঘর্ষ হয়েছে। এখনও আনুষ্ঠানিক কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে।’

/এবি/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
এক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
গাজায় যুদ্ধবিরতির চেষ্টাএক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক