বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার হাসি

সংযুক্ত আরব আমিরাতকে ১১০ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। বৃষ্টি বাগড়া দেওয়ায় ডি/এল মেথডে ১১ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৬৬! তার পরেও এই লক্ষ্য আরব আমিরাত ছুঁতে পারেনি। নারীদের এশিয়া কাপে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কা ১১ রানে ম্যাচ জিতেছে।

দারুণ বোলিংয়ে লঙ্কানদের ১০৯ রানে আটকে রাখতে পারে আরব আমিরাত। মাঝারী মানের লক্ষ্যে ছুটতে গিয়ে ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২০ রান তুলেও ফেলে তারা। কিন্তু হুট করে আসা বেরসিক বৃষ্টিতে আমিরাতের ছন্দপতন ঘটে। বৃষ্টি আইনে ১১ ওভারে তাদের করতে হতো ৬৬ রান। কিন্তু খেই হারিয়ে দলটি ৭ উইকেটে ৫৪ রান করতে পারে। ওপেনার তীর্থ সতীশ একমাত্র দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ১৯ বলে ২ চারে ১৯ রানের ইনিংস খেলেন তিনি।

লঙ্কান বোলারদের মধ্যে কবিশা দিলহারি ও ইনোকা রানাওয়ারী দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে হর্ষিতা সমরবিক্রমার ৪০ বলে ৩৭ রানের ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করে শ্রীলঙ্কা। অধিনায়ক চামিরা আতাপাত্তু ও হাসিনি পেরেরা রান করতে ব্যর্থ হয়েছেন। নীলাক্ষী ডি সিলভা ২৪ বলে ১৯ ও আনুশকা সঞ্জীওয়ানি ২০ বলে অপরাজিত ১৭ রানের ইনিংস খেলেছেন। মিডল অর্ডারের ব্যাটাররা ভালো করতে না পারায় আরও বড় সংগ্রহ দাঁড় করানো সম্ভব হয়নি।

আরব আমিরাতের বোলারদের মধ্যে বৈষ্ণবে মহেশ ১৫ রানে তিনটি ও মাহিকা গৌর ২১ রানে তিনটি উইকেট নিয়েছেন।