শান্ত-এনামুলকে হারিয়ে বিপদে বাংলাদেশ

সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ১৮৬ রানে গুটিয়ে দিয়ে শুরুটা প্রত্যাশা মতো হয়নি বাংলাদেশের। ২৬ রানের মধ্যেই দুই উইকেট হারিয়েছে। মিরপুরে ১১ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১ রান। ক্রিজে ব্যাটিং করছেন লিটন দাস (১২) ও সাকিব আল হাসান (৪)।

ছোট পুঁজি নিয়ে ঠিক যেভাবে শুরুর প্রয়োজন ছিল সেভাবেই করেছে ভারত। ইনিংসের প্রথম বলে তুলে নেয় ওপেনার শান্তর উইকেট। অফস্ট্যাম্পের বাইরের বল থার্ডম্যানে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তরুণ ওপেনার। এরপর এনামুল ও শান্ত মিলে ২৬ রানের জুটি গড়েছেন। দশম ওভারের প্রথম বলেই ভাঙে এই জুটি। এনামুল ফ্লিক করতে চেয়েছিলেন। কিন্তু মিডউইকেটে দাঁড়ানো ওয়াশিংটন সুন্দর দারুণ ক্যাচে সাজঘরের পথ দেখান তাকে। 

আগের ওভারে জীবন পাওয়া বিজয় ইনিংসটা খুব বেশি বড় করতে পারেনি। এলবিডাব্লিউর জোরালো আবেদন হয়েছিল তার বিপক্ষে। আম্পয়ার তাতে সাড়া দিলে রিভিউ নিয়ে বেঁচে গেছেন। কিন্তু জীবন পেয়ে সেটাকে কাজে লাগাতে পারেননি। আরও ১ রান যোগ করে আউট হয়েছেন ১৪ রানে।
  
তার আগে সাকিবের ঘূর্ণি জাদুর পাশাপাশি এবাদতের গতির ঝড়ে ৪১.২ ওভারে ১৮৬ রানে অলআউট হয়েছে ভারত।