ইনজুরিতে রোহিত

দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছে রোহিত শর্মাকে। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে হাতে আঘাত পান ভারতীয় অধিনায়ক। চোটের সর্বশেষ অবস্থা জানতে পরে স্ক্যান করাতে স্থানীয় একটি হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল। পরে রোহিতকে মাঠে দেখা গেলেও তিনি আজ ব্যাট করতে পারবেন কিনা সেটি নিশ্চিত নয়। 

ফিল্ডিং করার সময় রোহিত ডানহাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন। তার পর দ্রুত বিসিসিআইয়ের মেডিক্যাল বিভাগ তার অবস্থা পর্যবেক্ষণ করেছে। আঙুলে চিড় আছে কিনা সেটা জানতেই স্ক্যান করাতে নেওয়া।

সিরাজের করা দ্বিতীয় ওভারের চতুর্থ বলটি ছিল আউট স্যুয়িং। ব্যাটার এনামুল হক বিজয়ের খোঁচায় রোহিত প্রথম স্লিপে ক্যাচ উঠলে তা নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সহজ ক্যাচটি ধরতে পারেননি। বরং ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে। রোহিত মাঠে না থাকায় ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল।