বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে মাসকটের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বের নানান প্রান্তের ভক্তদের ভোটে দুটি মাসকটের নাম চূড়ান্ত হয়েছে।
সর্বসম্মতিক্রমে দুটি মাসকটের নাম রাখা হয়েছে ‘ব্লেজ’ ও ‘টংক’। বিশ্বকাপের ভেন্যুগুলোতে প্রতি ম্যাচে এই দুটি মাসকটকে দেখা যাবে। তারা মাঠে উপস্থিত দর্শকের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবে। তাদের উপস্থিতি এই ইভেন্টকে আকর্ষণীয় করে তুলবে বিশ্বাস আইসিসির।
এই দুটি মাসকট আগস্টে উন্মোচিত হয়। তবে নাম কী হবে, সেজন্য বিশ্বের নানা প্রান্তের ভক্তদের সাহায্য চাওয়া হয়। তাদের ভোটে ব্লেজ ও টংকের নাম চূড়ান্ত হয়েছে।
ব্লেজ নারী ও টংক পুরুষ। দুটি মাসকটকে স্টেডিয়ামে দেখা যাবে। এছাড়া ভক্তদের কাছাকাছিও তারা থাকবে।
আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ ট্রফির লড়াই।