বিশ্বকাপে ভারতের সাবেক অধিনায়ককে পেলো আফগানিস্তান

ভারতে হচ্ছে বিশ্বকাপ। উপমহাদেশের কন্ডিশনে ভালো কিছু করার লক্ষ্য আফগানিস্তানের। আর সেজন্য ভারতেরই সাবেক অধিনায়ককে সাপোর্ট স্টাফ দলে নিযুক্ত করলো তারা।

সাবেক ভারতীয় তারকা অজয় জাদেজা এবারের বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টরের ভূমিকায় থাকবেন। সোমবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এটি নিশ্চিত করেছে।

আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান। এর পাঁচ দিন আগে জাদেজাকে নিযুক্ত করেছে তারা। 

ভারতীয় কন্ডিশন সম্পর্কে বেশ ভালো জানাশোনা জাদেজার। ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত ১৫ টেস্ট ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬ ম্যাচে ৩৭.৪৭ গড়ে ছয় সেঞ্চুরি ও ৩০ হাফ সেঞ্চুরিতে ৫৩৫৯ রান করে ওয়ানডেতে প্রতিষ্ঠিত করেন তিনি। ১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ সালের বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন। ১৯৯২ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অ্যালান বোর্ডারের ক্যাচ ধরে স্মরণীয় হয়ে আছেন জাদেজা।