ভারত-পাকিস্তান ম্যাচ: থাকার জন্য হাসপাতালে বুকিং!

শনিবার ভারত-পাকিস্তান ব্লকব্লাস্টার ম্যাচ। প্রতিটি বিশ্বকাপে দর্শক চাহিদা আর উত্তেজনা তুঙ্গে থাকে এই ম্যাচ ঘিরে। তার ওপর ম্যাচটা যদি হয়ে থাকে ভারতে তাহলে তো কথাই নেই। কিন্তু বিশ্বকাপের আগে হোটেলগুলোতে জায়গা না থাকায় বিকল্প উপায়ে ভেন্যুর কাছাকাছি থাকার ব্যবস্থা করেছেন দর্শকরা! সেখানকার হাসপাতালগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে রোগীর উপস্থিতি! 

স্থানীয় হাসপাতালগুলোতে হঠাৎ করে চেক-আপের জন্য বুকিংয়ের হিড়িক পড়েছে। লক্ষ্য হচ্ছে কোনও রকমে হাসপাতালে এক রাত থাকা! যাতে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি হাতছাড়া না হয়। 

বেশ কিছু চিকিৎসক স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, হোটেলগুলো ২০ গুণ ভাড়া বাড়িয়ে নেওয়ায় থাকার জন্য হাসপাতালের চেক-আপ প্যাকেজ অনেকের কাছে বিকল্প উপায় হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সকে আহমেদাবাদ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি তুশার প্যাটেল বলেছেন, ‘আমরা কিছু কেস দেখেছি যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে এসে চেকআপ করানোর অ্যাপয়নমেন্ট ও থাকার ব্যবস্থা করে নিয়েছে।’

তবে এমন কর্মকাণ্ডকে নিরুৎসাহিতও করছেন তারা। আহমেদাবাদের হাসপাতাল ও নার্সিং হোম অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের এভাবে ক্রিকেট ভক্তদের থাকতে দেওয়ার বিষয়টিকে নিরুৎসাহিত করতে বলেছেন।