১২০১ রান নিয়ে শীর্ষে সাকিব! 

সাকিব আল হাসান আর রেকর্ড যেন হাত ধরাধরি করে চলে! সিরিজ কিংবা টুর্নামেন্ট খেলতে নামলেই রেকর্ডবুক ওলটপালট করা তার নিয়মিত অভ্যাস। আজ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে তৃতীয় ম্যাচ খেলতে নেমে বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের তালিকায় সবচেয়ে বেশি রানের কীর্তি গড়েছেন বাঁহাতি এই ব্যাটার, পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। তবে চলমান বিশ্বকাপ দুজনের এই লড়াই চলমান থাকবে এটা নিশ্চিত  করে বলা যায়।

বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে ৩২ ম্যাচে ১ হাজার ২০১ রান নিয়ে সবার শীর্ষে আছেন সাকিব। দুই নম্বরে আছেন কোহলি। ২৮ ম্যাচে তার রান ১ হাজার ১৭০। ১ হাজার ১০৯ রান নিয়ে তিন নম্বরে আরেক ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। বাংলাদেশের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমের অবস্থান ৫ নম্বরে। ৩২ ম্যাচে তার রান ৯৯৬। শুক্রবার ৪ রানের জন্য এক হাজার রানের মাইলফলকে পৌঁছাতে পারেননি তিনি। ৭৫ বল ৬৬ রান করে আউট হন অভিজ্ঞ এই ব্যাটার। মুশফিকের আগে অবশ্য আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে সাকিবের অবস্থান এক নম্বরে হলেও বিশ্বকাপে সর্বকালের শীর্ষে ব্যাটার ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ৪৫ ম্যাচে তার রান ২ হাজার ২৭৮। শুক্রবার ৪০ রানের ইনিংস খেলার পথে কোহলি, ব্যাটিং দানব ক্রিস গেইল ও শ্রীলঙ্কান গ্রেট সনাথ জয়াসুরিয়াকে পেছনে ফেলেছেন সাকিব। তার সুযোগ ছিল অন্তত প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলার। কিন্তু ৪০ রানে আউট হওয়াতে সেই কীর্তি গড়া হয়নি। যদিও তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন সাকিব। সর্বকালের সেরাদের তালিকায় সাকিবের সামনে আছেন এখন ৫ ব্যাটার।

বিশ্বকাপে সাকিব বোলিংয়ে ভালো অবস্থানে আছেন। খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বাঁহাতি এই স্পিনার আছেন তিন নম্বরে। সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ২০ ম্যাচে তার উইকেট সংখ্যা ৫২টি। দুই নম্বরে থাকা ট্রেন্ট বোল্টের ২২ ম্যাচে উইকেট সংখ্যা ৪২টি। এছাড়া ৩১ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন সাকিব। 

এদিকে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা। ৩৯ ম্যাচে তার শিকার ৭১ উইকেট। সাকিবের জন্য ম্যাকগ্রাকে টপকানো কঠিন হলেও বোল্টকে পেছনে ফেলা খুব সম্ভব!