X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

লাহোরে মিচেলের বদলি হয়ে রোমাঞ্চিত সাকিব

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ১৯:১৯আপডেট : ১৫ মে ২০২৫, ২০:৪৬

সাকিব আল হাসান পিএসএলে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি করেছেন। প্রায় ২৪ ঘণ্টার পর এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলো ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। নিউজিল্যান্ড তারকা ড্যারিল মিচেলের স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই খবর নিশ্চিত করেছে লাহোর। 

গত ৪ মে করাচি কিংসের বিপক্ষে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হাতের ইনজুরিতে ছিটকে গেছেন মিচেল। তার জায়গায় নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে ৭ হাজার ৪৩৮ রান ও ৪৯২ উইকেট পাওয়া সাকিবকে।

পিএসএলে এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এছাড়া পেশাওয়ার জালমির হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব একপ্রকার নির্বাসিত রয়েছেন। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে দেখা যায়নি তাকে। শেষবার তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন গত বছর নভেম্বরে। ওইবার আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করেছিলেন।

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের পর স্থগিত পিএসএলের বাকি অংশ আগামী ১৭ মে শুরু হবে। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় পাকিস্তান ছেড়ে যাওয়া অনেক বিদেশি ক্রিকেটার আর খেলবেন না বলে জানানোয় সেই সংকট কাটাতে নতুন করে খেলোয়াড়দের সংযুক্ত করছে পিসিবি। 

আগামী রবিবার রাওয়ালপিন্ডিতে পেশাওয়ার জালমির বিপক্ষে লাহোর তাদের শেষ লিগ ম্যাচ খেলতে মাঠে নামবে। ওই ম্যাচেই দেখা যেতে পারে সাকিবকে। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে প্লে অফে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে তারা।

পিএসএলে খেলার রোমাঞ্চ এভাবে ব্যক্ত করেছেন সাকিব, ‘চলমান পিএসএল মৌসুমে লাহোর কালান্দার্সে যোগ দিতে পেরে আমি সত্যিই খুশি। আমরা এখন প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ পর্যায়ে, যেখানে প্রতিটি ম্যাচ মূল্যবান। এই টুর্নামেন্ট দেখা আমি সবসময় উপভোগ করি। এখন আমি মাঠে অবদান রাখতে মুখিয়ে। কালান্দার্সের ভক্তরা দারুণ এবং দলের চেতনাও শক্তিশালী। এই দলের অংশ হতে পারা রোমাঞ্চকর, আমরা সর্বোচ্চ সাফল্য নিয়ে শেষ করতে চাই।’

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
গ্লোবাল সুপার লিগে সাকিবকে নিলো দুবাই ক্যাপিটালস
দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে স্কোয়াডে রাখেনি রংপুর
সিনেমা করেও ক্রিকেটার সাকিবের অস্বীকার, বিপাকে নির্মাতা!
সর্বশেষ খবর
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের