শ্রীলঙ্কার বিপক্ষে হারলো বাংলাদেশ ইমার্জিং দল

ডাম্বুলায় শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বৃষ্টি আইনে ৯৯ রানে হেরে গেছে বাংলাদেশ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ ইমার্জিং দলকে ২৫১ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কান ইমার্জিং দল। কিন্তু চ্যালেঞ্জিং এই লক্ষ্য ছোঁয়াতো দূরে থাক সামান্যতম লড়াই পর্যন্ত বাংলাদেশ করতে পারেনি। কাল বুধবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল।

রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক পারভেজ হোসেন ইমন। প্রথম ওভারেই স্বাগতিক দলের ওপেনার সোহান ডি লিভেরাকে আউট করে বাংলাদেশ দারুণ শুরু পেয়েছিল। কিন্তু দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন লঙ্কান ব্যাটাররা। বৃষ্টি নামার আগ পর্যন্ত ৪৮.১ ওভারে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৫ রান। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৫১ রান। লঙ্কান ব্যাটারদের মধ্যে মোহাম্মদ শামাজের ৬২, নভোদ পারনাভিতানের ৬৬ ও আহান বিক্রমাসিংহে ৬৮ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার রিপন ৪টি উইকেট নিয়েছেন। রাকিবুল, রিশাদ ও মামুন একটি করে উইকেট নিয়েছেন।

৪৭ ওভারে ২৫১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানদের ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। ৪৫ রানে টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে লাল-সবুজরা। তিন নম্বরে নেমে ১৮ রান করেছিলেন মাহমুদুল হাসান জয়। বাকি চার ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।  আব্দুল্লাহ আল মামুনের ৮৪ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ কোন রকমে দেড়শ পেরুতে পারে। আর কেউ অবদান রাখতে না পারায় বাংলাদেশ ৩৮ ওভারে অলআউট হয় ১৫২ রানে। টেলএন্ডার রিশাদ হোসেন ১৫ ও রিপন মণ্ডলের ব্যাট থেকে আসে ১৪ রানের ইনিংস।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে স্পিনার আশিয়ান ড্যানিয়েল নিয়েছেন ৪ উইকেট। পেসার ইশান মালিঙ্গা ৩টি এবং লেগ স্পিনার বিজয়কান্ত বিয়াস্কান্তরের শিকার ২ উইকেট।